Militants Arrest: বান্দিপোরা থেকে ধৃত দুই লস্কর জঙ্গি, উদ্ধার চাইনিজ পিস্তল ও গ্রেনেড

ধৃতদের কাছ থেকে অনেক অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে একটি চাইনিজ পিস্তল ও তার ম্যাগজিন ও কয়েক রাউন্ড গুলি আছে। এছাড়াও পাওয়া গেছে চাইনিজ গ্রেনেড ও ডিটোনেটর (detonators)। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চালানো হচ্ছে।

প্রতীকী ছবি

বান্দিপোরা: জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) বান্দিপোরা (Bandipora) এলাকা থেকে লস্কর-ই-তইবার (LeT) দুই জঙ্গিকে (Militants) গ্রেফতার (Arrest) করল বান্দিপোরা পুলিশ (Bandipora Police), ২৬ এআর (26 AR) ও সিআরপিএফের (CRPF) যৌথ বাহিনী। ধৃতদের কাছ থেকে চাইনিজ পিস্তল (Chinese Pistol) ও চাইনিজ গ্রেনেড (Chinese Grenade) বাজেয়াপ্ত করা হয়েছে।

এপ্রসঙ্গে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বান্দিপোরা এলাকায় তল্লাশি চালাচ্ছিল স্থানীয় পুলিশ, ২৬ এআর ও সিআরপিএফের যৌথ বাহিনী। এদিকে ওই দুই লস্কর জঙ্গি ইমাদ আমিন চোপান (Imad Amin Chopan) ও তাহির আহ ভাট (Tahir Ah Bhat) বান্দিপোরা থেকে শ্রীনগর (Srinagar) পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

তাতে তারা সফল হয়নি। ধরা পড়তে হয় নিরাপত্তারক্ষীদের কাছে। ধৃতদের কাছ থেকে অনেক অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে একটি চাইনিজ পিস্তল ও তার ম্যাগজিন ও কয়েক রাউন্ড গুলি আছে। এছাড়াও পাওয়া গেছে চাইনিজ গ্রেনেড ও ডিটোনেটর (detonators)। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চালানো হচ্ছে। আরও পড়ুন: Bihar Chimney Blast: মোতিহারিতে ইটভাটার চিমনি বিস্ফোরণে মৃত কমপক্ষে ৬, জখম ১০