Holi 2023: হোলির আগে ৪০০ ট্রেন বাতিল, বিপাকে সাধারণ যাত্রীরা, বাতিলের তালিকায় কোন কোন ট্রেন?

সোমবার ভারতীয় রেলের তরফে একটি বিবৃতি জারি করে ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের বেশির ভাগই পূর্ব রেলওয়ে অঞ্চলের।

Train (Photo Credits: PTI)

নয়া দিল্লি, ২৭ মার্চঃ  হোলির (Holi 2023) মুখে দেশজুড়ে ৪০০টির বেশি ট্রেন বাতিল করল ভারতীয় রেল (Indian Railway)। সোমবার ভারতীয় রেলের তরফে একটি বিবৃতি জারি করে ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের বেশির ভাগই পূর্ব রেলওয়ে অঞ্চলের।

এই বিপুল পরিমাণ দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ (Weat Bengal), বিহার (Bihar), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), ঝাড়খণ্ডের (Jharkhand) যাত্রীরা বেজায় বিপাকে পড়বেন। কারণ এই চার রাজ্যের বেশিরভাগ যাত্রীই যাতায়াতের জন্যে দূরপাল্লা ট্রেনকেই প্রধান মাধ্যম হিসাবে বেছে নেন।

রেলওয়ে তরফে জানানো হয়েছে, বারাউনি থেকে নয়া দিল্লি, হাওড়া থেকে জব্বলপুর, লখনউ থেকে পাটলিপুত্র, আনন্দ বিহার টার্মিনাল থেকে গোরক্ষপুরের হমসাফার এক্সপ্রেস, হাতিয়া থেকে আনন্দ বিহার টার্মিনাল ঝাড়খণ্ড এক্সপ্রেস বাতিল করা হয়েছে হোলি উপলক্ষ্যে।

এছাড়াও, গোরক্ষপুর থেকে ছাপরা চলাচলকারী এক্সপ্রেস স্পেশল ট্রেন, চণ্ডীগড় থেকে অমৃতসরগামী সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া থেকে দেরাদুনের মধ্যে চলা কুম্ভ এক্সপ্রেস, নয়া দিল্লি থেকে গয়াগামী মহাবোধি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

ভারতীয় রেল আরও জানিয়েছে, ৩৫৪ টি ট্রেন হোলি উপলক্ষ্যে সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ৫৩ টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে। ২৫ টি ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারন করা হয়েছে। এবং ৪৯ টি ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে।