Tomato price Hike: ছ্যাঁকা দিচ্ছে টমেটো, তার মাঝেই ২ একর জমি থেকে চুরি আড়াই লক্ষের সবজি, পথে বসল কৃষক পরিবার

ধরণী নামে ওই মহিলা কৃষকের অভিযোগ, টমেটোর দাম যখন আকাশ ছোঁয়া, সেই সময় তাঁর মাঠ থেকে প্রায় আড়াই লক্ষ টাকার সবজি চুরি হয়ে গিয়েছে। তিনি লোন নিয়ে ২ একর জমিতে টমেটো চাষ করেন।

Tomato Filed (Photo Credit: ANI)

বেঙ্গালুরু, ৬ জুলাই: গোটা দেশ জুড়ে হু হু করে বাড়ছে টমেটোর (Tomato) দাম। বেঙ্গালুরু, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে টমেটো যেন আগুনের ছ্যাঁকা দিচ্ছে সাধারণ মধ্যবিত্তের হাতে। টমেটোর দাম যখন আকাশ ছোঁয়া, সেই সময় মাঠ থেকে ২.৫ লক্ষ টাকার সবজি চুরি হয়ে গেল। যার জেরে মাথায় হাত পড়ছে কৃষক পরিবারের। শুনতে অবাক লাগলেও, এমনই ঘটনা ঘটেছে কর্ণাটকের হাসান জেলায়।

 

ধরণী নামে ওই মহিলা কৃষকের অভিযোগ, টমেটোর দাম যখন আকাশ ছোঁয়া, সেই সময় তাঁর মাঠ থেকে প্রায় আড়াই লক্ষ টাকার সবজি চুরি হয়ে গিয়েছে। তিনি লোন নিয়ে ২ একর জমিতে টমেটো চাষ করেন। কিন্তু ৪ জুলাই তাঁর জমি থেকে প্রায় সব টমেটো উধাও হয়ে যায়। মাঠে গিয়ে তিনি দেখেন, টমেটো আর নেই। যেটুুকু পড়েছিল, তা থেকে তিনি ৫০,৬০ ব্যাগ মাত্র জোগাড় করেছেন। এর বেশি করতে পারেনি বলে জানান ধরণী।

প্রসঙ্গত বেঙ্গালুরুতে এই মুহূর্তে ১৫০ টাকা করে বিকোচ্ছে প্রতি কেজি টমেটো।



@endif