Jammu And Kashmir: উরি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, ৩ পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল সেনা; দেখুন ভিডিও
জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) উরি সেক্টর দিয়ে (Uri Sector) গতকাল তিন পাকিস্তানি জঙ্গি (Pakistani Terrorist) অনুপ্রবেশ করার চেষ্টা করে। সেই চেষ্টা রুখে দেয় সেনা বাহিনী। নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর ইলেকট্রনিক নজরদারি গ্যাজেট দ্বারা জঙ্গিদের শনাক্ত করা হয়। এরপর গুলি করে নিকেশ করা হয়। ঘটনাস্থল থেকে রাইফলে, চিনা ম্যাগাজিন-সহ একাধিক অস্ত্র উদ্ধার করা হয়। অনুপ্রবেশ করার চেষ্টা করা জঙ্গিদের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সেনা। তাতে ৩ জঙ্গির গতিবিধি ধরা পড়েছে।
দেখুন ভিডিওটি: