Shiv Sena: উদ্ধভ ঠাকরদের থেকে শিবসেনার প্রতীক কাড়তে ২০০ কোটির ব্যবসায়িক চুক্তি হয়, বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের
মহারাষ্ট্রের গদি হারানোর পর দলের প্রতীক চিহ্নও খুইয়েছেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের পুত্র উদ্ভভ ঠাকরে।
মহারাষ্ট্রের গদি হারানোর পর দলের প্রতীক চিহ্নও খুইয়েছেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের পুত্র উদ্ভভ ঠাকরে। শিবসেনার নির্বাচনী প্রতীক এখন একনাথ শিন্ডের শিবিবের কাছে। বিজেপি-র সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়া একনাথ শিন্ডে শিবিরকেই শিবসেনার দলীয় প্রতীক তীর-ধনুক দিয়েছে নির্বাচন কমিশন। বাবার তৈরি করা দলের সরকারী নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়েছেন উদ্ধভ ঠাকরে।
উদ্ধব ঠাকরে শিবিবের শিবসেনা নেতা সঞ্জয় রাউত এই ইস্যুতে বিস্ফোরক দাবি করলেন। সাংসদ সঞ্জয় রাউতের অভিযোগ, গত ৬ মাসে উদ্ধব ঠাকরের থেকে শিবসেনার সব কিছু কেড়ে নিতে ২০০ কোটি টাকারও বেশী খরচ করা হয়েছে। আরও পড়ুন-আয় আয় বলাটাও যৌন হেনস্থা
শিবসেনার সাংসদদের কিনতে মোট ১০০ কোটি, বিধায়কদের ৫০ কোটি, কাউন্সিলদের কিনতে ৫০ লক্ষ থেকে এক কোটি টাকা খরচ করা হয় বলে দাবি করেন সঞ্জয় রাউত। নাম না করেও বিজেপি-র দিকেই এই অভিযোগ তোলেন সঞ্জয়।
দেখুন টুইট
দেখুন ভিডিয়ো
শিবসেনার নেতা-জনপ্রতিনিধিদের কেনা সহ এই বিষয়ে মোটা টাকা বিনিয়োগ করা হয়েছে। একনাথ শিন্ডেকেই শিবসেনার প্রতীক চিহ্ন দেওয়ার পিছনে নির্বাচন কমিশনের যুক্তি ছিল, তাঁর দিকেই দলের বেশী বিধায়ক, সাংসদ রয়েছেন। উদ্ধভ ঠাকরের অভিযোগ, মোটা টাকার বিনিময়ে শিন্ডে শিবিরে নাম লেখান তাঁর দলের জনপ্রতিনিধিরা।