Terror Attack In Jammu and Kashmir: পুঞ্চে জঙ্গি হামলায় নিহত ৫ জওয়ান, বম্ব স্কোয়াড পৌঁছল, তদন্তভার NIA-এর হাতে
পুঞ্চের ঘটনার পর শিগগিরই সেখানে পৌঁছবে এনআইএ। গোটা ঘটনার তদন্তভার গিয়েছে এনআইএ-র হাতে। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুঞ্চে পৌঁছবে এনআইএ। সেই সঙ্গে ঘটনাস্থলে যাবে দিল্লির একটি বিশেষজ্ঞ দলও।
দিল্লি, ২১ এপ্রিল: বৃহস্পতিবার পুঞ্চে (Poonch) জঙ্গি হামলার জেরে পরপর ৫ জওয়ানের মৃত্যু হয়। পুঞ্চে হামলার জেরে প্রথমে ৩ জওয়ানের নিহত হওয়ার খবর মেলে। পরে তা বেড়ে দাঁড়ায় ৫-এ। জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) নতুন করে জঙ্গি হামলার খবরে ফের উত্তেজনা ছড়াতে শুরু করেছে। ফলে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং পুলিশের একটি বিশেষ দল।
আরও পড়ুন: Jammu And Kashmir: পুঞ্চে সেনার গাড়িতে আগুন, নিহত ৩-৪ জওয়ান
এদিকে পুঞ্চের ঘটনার পর শিগগিরই সেখানে পৌঁছবে এনআইএ। গোটা ঘটনার তদন্তভার গিয়েছে এনআইএ-র হাতে। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুঞ্চে পৌঁছবে এনআইএ (NIA)। সেই সঙ্গে ঘটনাস্থলে যাবে দিল্লির একটি বিশেষজ্ঞ দলও।
পুঞ্চের ঘটনায় নিহত জওানদের নাম প্রকাশ করা হয়েছে সেনা বাহিনীর তরফে। যাঁরা নিহত হয়েছেন, তাঁরা হলেন হাভিলদার মনদীপ সিং, ল্যান্স নায়েক দেবাশিষ বসওয়াল, ল্যান্স নায়েক কুলওয়ান্ত সিং, সিপাহি হরিকৃষ্ণ সিং, সিপাই সেবক সিং।