Jammu Kashmir: চেন্নাইয়ে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, ওমর আবদুল্লার শপথে যেতে পারছেন না মুখ্যমন্ত্রী স্ট্যালিন
আগামিকাল, বুধবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ওমর আবদুল্লা। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
চেন্নাই, ১৫ অক্টোবর: আগামিকাল, বুধবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ওমর আবদুল্লা (Omar Abdullah)। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিদের। ওমরের শপথে মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাশাপাশি আমন্ত্রণ জাাননো হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন-কেও। কিন্তু তামিলনাডুর রাজধানী চেন্নাইয়ে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (IMD)। চেন্নাইয়ের বেশীরভাগ জায়গায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সময় ওমর আবুদল্লা-র শপথগ্রহণে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন স্ট্যালিন। তাঁর পরিবর্তে ডিএমকে সাংসদ কানিমোঝি যাচ্ছেন জম্মু-কাশ্মীরের হবু মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার শপথগ্রহণ অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বোন হন কানিমোঝি।
ওমর আবদুল্লা-র ন্যাশানল কনফারেন্স ও ডিএমকে- দুটি দলই কংগ্রেসের সহযোগী ও ইন্ডিয়া শিবিরের অংশ।
ওমর আবদুল্লার শপথে থাকছেন না স্ট্যালিন
২০০৯ সালে প্রথমবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর আবদুল্লা। প্রথম দফায় ৬ বছর মুখ্যমন্ত্রী ছিলেন ওমর। ২০১৫ থেকে তিনি ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বাবা ফারুক আবদুল্লা তিন দফায় মোট ১০ বছর মুখ্যমন্ত্রী ছিলেন।
সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের চার বছর পর প্রথমবার জম্মু-কাশ্মীরে সরকার গঠিত হতে চলেছে। বিধানসভা গঠিত হওয়ার পরেই জম্মু-কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয়েছে।