Tamil Nadu Accident : শবরীমালা থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট গভীর খাদে তীর্থযাত্রী বোঝাই গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু

তামিলনাড়ু পুলিশ জানিয়েছে গভীর রাতে তীর্থ সেরে ফেরার রাস্তাতেই এই দুর্ঘটনা হয়। কুমিলি-কাম্বুম রুটে তামিলনাড়ুতে জল সরবরাহকারী প্রথম পেনস্টক পাইপের কাছে উলটে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

Tamil Nadu Accident Photo Credit: Twitter@ANI

কেরালার বিখ্যাত শবরীমালা (Sabarimala) থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফেরার পথ গাড়ি উলটে মৃত্যু হল ৮ তীর্থযাত্রীর। কেরালা তামিলনাড়ু ( Kerala-Tamil Nadu Border) সীমানায় কাছে  কুমুলি পাসের (Kumuli Mountain Pass) কাছে বাঁক ঘুরতে গিয়েই গাড়িটি উলটে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়। পুলিস সূত্রে খবর, দুর্ঘটনায় আট তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে এক শিশু সহ আরও দুইজনকে। হতাতর সকলেই তামিলনাড়ুর থেনি-আন্দিপেট্টির (Theni-Andipetty) বাসিন্দা। পুলিশে সূত্রে খবর, পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।