Swati Maliwal:স্বাতী মালিওয়ালের নিগ্রহকাণ্ডে আপ প্রধানের ‘নীরবতা’, প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী নির্মলা সীতারমন

কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বিরুদ্ধে নিগ্রহ এবং হেনস্থা করার অভিযোগ আগেই তুলেছিলেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। এবার সরাসরি দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন তিনি।

Swati Maliwal (Photo Credit: Twitter)

গোটা দেশে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজ্যসভার আপ সাংসদ স্বাতী মালিওয়াল, তখন অদ্ভুত ভাবে এই ঘটনায় এখনও নীরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক সম্মেলন চলাকালীন কেজরিওয়ালকে এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোন উত্তর দেননি। আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, দল ইতিমধ্যেই এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছে।

বিজেপির দিল্লি রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবা  এর আগে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নিশানা করে বলেছিলেন , ‘মুখ্যমন্ত্রীর বাসভবনে যখন স্বাতী মালিওয়ালের সঙ্গে এমন ঘটনা ঘটে, তখন কেজরিওয়াল বাড়িতেই ছিলেন। সর্বোপরি, কেন একজন নারীকে নির্যাতন হতে দিলেন কেজরিওয়াল? কেন তারা এটা বন্ধ করার চেষ্টা করেনি? চারদিন ধরে চুপ করে বসে আছেন কেন কেজরিওয়াল'। এবার সাংবাদিক সম্মেলনে সেই কথা পুনরায় তুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাতী মালিওয়ালের উপর হামলা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বিরুদ্ধে নিগ্রহ এবং হেনস্থা করার অভিযোগ আগেই তুলেছিলেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। এবার সরাসরি দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন তিনি।  কেজরীওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৬, ৫০৯ এবং ৩২৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।