Lucknow Student Death: বন্ধুর ফ্ল্যাটে পার্টি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত ছাত্রী

বন্ধুর নিমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর ফ্ল্যাটে লেটনাইট পার্টি করতে গেছিল ২৩ বছরের এক যুবতী। আর সেখানে গিয়েই গুলিবিদ্ধ হয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল তাঁর। বৃহস্পতিবার ভোর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের চিনহাট এলাকায়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

লখনউ: বন্ধুর নিমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর ফ্ল্যাটে লেটনাইট পার্টি (late-night party) করতে গেছিল ২৩ বছরের এক যুবতী। আর সেখানে গিয়েই গুলিবিদ্ধ (gunshot) হয়ে রহস্যজনক ভাবে মৃত্যু (death) হল তাঁর। বৃহস্পতিবার ভোর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UttarPradesh) লখনউয়ের (Lucknow) চিনহাট (Chinhat) এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিশিথা ত্রিপাঠী নামে এক ২৩ বছরের ছাত্রী বিবিডি বিশ্ববিদ্যালয়ে (BBD University) বি কম (B. Com) অনার্সে পড়াশোনা করতেন। বুধবার রাতে আদিত্য পাঠক নামে এক বন্ধুর নিমন্ত্রণে দয়াল রেসিডেন্সির (Dayal residency) একটি ফ্ল্যাটে লেটনাইট পার্টি করতে গেছিলেন। বৃহস্পতিবার ভোররাতে যুবতিটির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ গিয়ে ওই ফ্ল্যাটটি থেকে প্রচুর অ্যালকোহলের বোতল উদ্ধার করেছে। তদন্ত করে দেখা হচ্ছে দুর্ঘটনাবশত গুলি চালানোর ঘটনাটি ঘটেছে না ষড়যন্ত্র করে ওই যুবতীকে গুলি করে মারা হয়েছে। আরও পড়ুন: Odisha Shocker: রাউরকেলার সেঞ্চুরিয়ান পার্কে রহস্যজনক মৃত্যু সহকারী কালেক্টরের, খুন করা হয়েছে দাবি পরিবারের