Surat: গণেশের মূর্তি লক্ষ্য করে পাথর বর্ষণ, উত্তপ্ত সুরাট, দেখুন ভিডিয়ো
এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকটি শিশু। এরপরই উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
নয়াদিল্লিঃ গণেশের(Ganesh) মূর্তিতে পাথর(Stone) ছোড়াকে কেন্দ্র করে উত্তপ্ত সুরাট(Surat)। অভিযোগ, কোনও কারণ ছারাই গণেশের মূর্তি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে একদল কিশোর। চোখের নিমেষে রণক্ষেত্রের চেহারা নেয় মণ্ডপ চত্ত্বর। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ অফিসার এমনটাই খবর। সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ঘেঁটে অভিযুক্তদের সনাক্ত করা হচ্ছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। প্রসঙ্গত, রবিবার এই একই ধরনের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের মুচিপুরা এলাকায়। গণেশ চতুর্থী উৎসবের শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছোড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এই এলাকায়। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকটি শিশু। জানা গিয়েছে, শোভাযাত্রা নিয়ে ফেরার সোময় ফের হামলা চালায় দুষ্কৃতীরা। পাল্টা পাথর ছোড়ে মিছিলে অংশগ্রহণকারীরাও। দু'পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ চলে এই লড়াই। এরপরই উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বুরতিত
VIDEO | Surat stone petting incident: "Last night, an incident occurred in which some young boys Ppelted stones at a Ganesh pandal (in Surat). Immediately after that, those boys were removed from the scene. Following this, a crowd gathered, and the situation escalated, leading to… pic.twitter.com/FNqBjybnKv
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)