IPL Auction 2025 Live

Himachal Pradesh Road Accident: মর্মান্তিক! হিমাচল প্রদেশে নদীতে গাড়ি পড়ে মৃত পাঁচ পুলিশকর্মী-সহ ৬

রাস্তা থেকে হড়কে নদীতে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হল পাঁচজন পুলিশকর্মী-সহ ৬ জনের। জখম হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের চম্বা জেলায়।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

সিমলা: রাস্তা থেকে হড়কে নদীতে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু (death) হল পাঁচজন পুলিশকর্মী (Police Personnel)-সহ ৬ জনের। জখম হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) চম্বা জেলায় (Chamba District)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে একটি ভাড়া গাড়িতে করে ধর্মশালার (Dharamsala) সাকো (Sakoh) এলাকা থেকে দ্বিতীয় আইআরবি-র অন্তর্ভুক্ত ৯ জন পুলিশকর্মী হিমাচল প্রদেশের চম্বা জেলা ও জম্মু এবং কাশ্মীরের (Jammu & Kashmir) ডোডা (Doda) জেলার সীমান্ত এলাকায় অবস্থিত টিসসাতে (Tissa) কাজ যোগ দিতে যাচ্ছিলেন। তারওয়াই ব্রিজের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে পাশে থাকা সিউল নদীতে (Siul River) গিয়ে পড়ে।

খবর পেয়ে এনডিআরএফের উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে বহু কষ্টে ক্ষতিগ্রস্ত গাড়ির ভিতর থেকে পাঁচজন পুলিশকর্মী-সহ ৬ জনের মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি জখম অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার অপূর্ব দেবগণ।

ইতিমধ্যে দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করার পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু। আরও পড়ুন: Video: রাহুল গান্ধীর 'মহব্বত কী দুকান' মন্তব্যের বিরুদ্ধে শ্লেষ, গান বাঁধল বিজেপি