Telegram CEO Pavel Durov: টেলিগ্রামের সিইও-র চাঞ্চল্যকর দাবি, তাঁর '১০০-র বেশি সন্তান' রয়েছে
বন্ধুর আবদারে তিনি ফার্টিলিটি সেন্টারে যান। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে জানান, তিনি শুক্রানু যদি দান করেন, তাহলে অনেক দম্পতি সন্তানের মুখ দেখতে পাবেন। চিকিৎসকদের অনুরোধে তিনি শুক্রানু দান করেন।
টেলিগ্রামের (Telegram) সিইও পাভেল ধ্রুব দাবি করলেন, তাঁর ১০০ সন্তান রয়েছে। একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর সন্তানরা। কীভাবে পাভেল ধ্রুবের (Pavel Durov ) সন্তানরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এমন প্রশ্নের উত্তর টেলিগ্রামের সিইও নিজেই দেন। পাভেল ধ্রুব জানান, ১৫ বছর আগে তাঁর বন্ধু অদ্ভুত অনুরোধ নিয়ে হাজির হন। ওই সময় ধ্রুবের বন্ধু জানান, ফার্টিলিটি ইস্যুর জন্য তিনি এবং তাঁর স্ত্রী সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না। সেই কারণে ধ্রুব যাতে শুক্রানু দান করেন, সেই অনুরোধ জানান বন্ধু দম্পতি।
বন্ধুর আবদারে তিনি ফার্টিলিটি সেন্টারে যান। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে জানান, তিনি শুক্রানু যদি দান করেন, তাহলে অনেক দম্পতি সন্তানের মুখ দেখতে পাবেন। চিকিৎসকদের অনুরোধে তিনি শুক্রানু দান করেন।
সেই থেকে সূত্রপাত। এখনও পর্যন্ত ১২টি দেশের প্রায় প্রায় ১০০ দম্পতিকে তিনি শুক্রানু দিয়ে সাহায্য করেছেন। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত তাঁর ১০০ সন্তান রয়েছে বলে দাবি করেন পাভেল ধ্রুব। তবে কোথায় তাঁর কোন সন্তান রয়েছে, সে বিষয়ে তিনি অজ্ঞ। এমনকী পরিচয় গোপণ করেই টেলিগ্রামের সিইও এই মহৎ কাজ করছেন বলে জানান তিনি।