Arvind Kejriwal Bail: কেজরিওয়ালের জেলমুক্তিতে আপ পরিবারকে শুভেচ্ছা স্ত্রী সুনীতার, কোন কোন শর্তে জামিন মুখ্যমন্ত্রীর?

বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ মুখমন্ত্রীর জামিনের আবেদন গ্রহণ করে বেশ কিছু শর্তে তাঁকে মুক্তি দেয়।

Arvind Kejriwal and Wife Sunita Kejriwal (Photo Credits: X)

দিল্লি, ১৩ সেপ্তেম্বরঃ ইডির পর এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। প্রায় ছয় মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন আপ আহ্বায়ক। আম আদমি পার্টির (Aam Aadmi Party) অন্দরে বইছে খুশির হাওয়া। শুক্রবার সকালেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট। কেজরিওয়ালের জামিন মঞ্জুর হতেই স্ত্রী সুনীতা (Sunita Kejriwal) আপ পরিবারকে শুভেচ্ছা জানান। এক্স হ্যান্ডেলে লেখেন, 'এই কঠিন সময়ে শক্ত থাকার জন্যে সকলকে ধ্যনবাদ। শীঘ্রই ফিরছেন আমাদের নেতা'।

উল্লেখ্য, গত ২২ মার্চ আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দকে গ্রেফতার করেছিল ইডি। পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে সিবিআই-এর গ্রেফতারির কারণে জেলেই থাকতে হচ্ছিল তাঁকে। আবগারি দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিল কেজরি। শুক্রবার সেই মামলার রায় ঘোষণা হল। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ মুখমন্ত্রীর জামিনের আবেদন গ্রহণ করে বেশ কিছু শর্তে তাঁকে মুক্তি দেয়।

শর্তে উল্লেখ, জেল থেকে বেরনোর পর নিজের দফতর অর্থাৎ মুখ্যমন্ত্রীর দফতরে যেতে পারবেন না কেজরিওয়াল। কোন ফাইলে স্বাক্ষর করতে পারবেন না। প্রকাশ্যে এই বিষয়ে কোনরূপ মন্তব্য করতে পারবেন না।

শুভেচ্ছা পরিবারকে শুভেচ্ছা অরবিন্দ পত্ন

প্রসঙ্গত, দুর্নীতি মামলায় গ্রেফতার হলেও নিজের মুখ্যমন্ত্রীত্ব ছাড়েননি অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জেল থেকেই আপ আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী দুই দায়িত্ব পালন করেন তিনি। কেজরি দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হন এমনকি গ্রেফতারির পরও সেই পদে অনড় থাকেন। মাঝে লোকসভা নির্বাচনের আগে দলের হয়ে প্রচারের জন্যে সুপ্রিম কোর্ট অরবিন্দকে প্যারোলে মুক্তি দিয়েছিল। শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময় শেষে তিহাড়ে এসে আত্মসমর্পন



@endif