RBI On 2000 Bank Notes: ব্যাঙ্কগুলিকে ২ হাজার টাকার নোট ইস্যু না করার পরামর্শ দিল রিজার্ভ ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলিকে অবিলম্বে ২০০০ টাকার নোট ইস্যু করা বন্ধ করার পরামর্শ দিয়েছে।যদিও ২০০০ টাকার নোটগুলি আইনি দরপত্র হিসাবে চলতে থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এর আইনি বৈধতা থাকবে বলেও জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাঙ্কগুলিকে অবিলম্বে ২০০০ টাকার (2000 Bank Notes) নোট ইস্যু (Issue) করা বন্ধ করার পরামর্শ দিয়েছে। যদিও ২০০০ টাকার নোটগুলি আইনি দরপত্র হিসাবে চলতে থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এর আইনি বৈধতা (legal tender) থাকবে বলেও জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।
আরবিআই-এর তরফে জানানো হয়েছে, ২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক। বাজারে যে ২০০০টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। নতুন নিয়ম অনুসারে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে এই নোট। ২৩ মে থেকে গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। তবে একবারে ব্যাঙ্কে কুড়ি হাজার টাকা পর্যন্ত ২০০০টাকার নোট জমা দেওয়া যাবে। আর তার বদলে নিতে পারবেন অন্য নোট। আরও পড়ুন: Moirabari Town Kabristan Committee: দৃষ্টান্তমূলক! মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের কবরের জন্য জায়গা দেবে না মইরাবাড়ি কবরস্থান কমিটি
পাশাপাশি আরবিআই একথাও জানানো হয়েছে যে ৩০ সেপ্টেম্বরের পরেও ২ হাজার টাকার নোটের আইনি বৈধতা থাকবে। এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে চার মাস সময় নোট বদলানোর জন্য যথেষ্ট।