Rajasthan Shocker: ছোট বয়সে বড় 'জালিয়াত', ফাঁদ পেতে ৪২ লক্ষ হাতিয়ে নিল কিশোর ইনফ্লুয়েনসার, ২০০ জনকে লুটে নিল একাদশের পড়ুয়া

আসিফ বলতে শুরু করে ৯৯,৯৯৯ টাকা ইনভেস্ট করলে মাত্র ৩ মাসের মধ্যে ১,৩৯,৯৯৯ টাকা ফেরৎ পাওয়া যাবে। যাঁসা আসিফের কাছে আসেন, তাঁদের বেশ কয়েকজনকে নিজের বলা লভ্য়াংশও ফেরৎ দেয় আসিফ।

Representational Image (Photo Credits: PTI)

জয়পুর, ১২ নভেম্বর: মাত্র ১৯ বছর বয়সেই ২০০ মানুষের কাছ থেকে ৪২ লক্ষ হাতিয়ে নিল এক কিশোর। শুনতে অবাক লাগলেও এবার এমন ঘটনার সাক্ষী রাজস্থান (Rajasthan)। আজমেঢ়ের বাসিন্দা আসিফ মির্জা একাদশ শ্রেণির ছাত্র। ক্লাস ইলেভেনে পড়তে পড়তেই আসিফ মির্জা নামে ওই যুবক একটি ভুয়ো প্রকল্পের নাম করে বেশ কিছু মানুষকে তার লোভ দেখিয়ে প্রায় ৪২ লক্ষ টাকা হাতিয়ে দেয়। নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত করে এই আসিফ মির্জা। ইনফ্লুয়েন্সার আসিফ মির্জার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। ওই সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু ফলোয়ারও রয়েছে আসিফের। সেই ফলোয়ার হাতিয়ার করেই আসিফ মির্জা বেশ কিছু মানুষের সঙ্গে জালিয়াতি করে।

জানা যায়, আসিফ বলতে শুরু করে ৯৯,৯৯৯ টাকা ইনভেস্ট করলে মাত্র ৩ মাসের মধ্যে ১,৩৯,৯৯৯ টাকা ফেরৎ পাওয়া যাবে। যাঁসা আসিফের কাছে আসেন, তাঁদের বেশ কয়েকজনকে নিজের বলা লভ্য়াংশও ফেরৎ দেয় আসিফ। এরপর আরও বহু মানুষ আসিফের কাছে আসতে শুরু করে। লোক যত বাড়তে শুরু করে, আসিফের জালিয়াতির মাত্রাও বাড়ে।

শেষে পুলিশের কাছে অভিযোগ দায়ের হলে, আসিফকে গ্রেফতার করা হয়. আসিফের কাছে থেকে হিয়ুন্ডাই ভারনা গাড়ি, মোবাইল,ল্যাপটপ, ক্যাশ মেশন উদ্ধার করে পুলিশ। আসিফের ওই কাণ্ডতে অবাক প্রত্যেকে। হিসেবের বাইরে আরও কতজনের সঙ্গে আসিফ জালিয়াতি করেছে, সে বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ।



@endif