IPL Auction 2025 Live

Rajasthan Panchayat Elections Results 2021 Live Updates: রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা চলেছে, কংগ্রেস এগিয়ে ৩১১টিতে, বিজেপি ২৬১টিতে

রাজস্থানে অগ্নিপরীক্ষার সামনে কংগ্রেস। রাজ্যের ৬টি জেলায় পঞ্চায়েত নির্বাচনের আজ ফল গণনা চলছে। এখনও পর্যন্ত ফলগণনার প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে কংগ্রেস ও বিজেপি-র মধ্যে জোর লড়াই চলছে। ক্ষমতাসীন কংগ্রেস যেখানে ৩১১টি আসনে এগিয়ে, সেখানে বিজেপি এগিয়ে ২৬১টি-তে। নির্দল প্রার্থীরা ১৩২টি আসনে এগিয়ে।

Congress Flag. (Photo Credits: PTI)

জয়পুর, ৪ সেপ্টেম্বর: রাজস্থানে ( Rajasthan) অগ্নিপরীক্ষার সামনে কংগ্রেস (Congress)। রাজ্যের ৬টি জেলায় পঞ্চায়েত নির্বাচনের (Rajasthan Panchayat Elections Results 2021) আজ ফল গণনা চলছে। এখনও পর্যন্ত ফলগণনার প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে কংগ্রেস ও বিজেপি (BJP)-র মধ্যে জোর লড়াই চলছে। ক্ষমতাসীন কংগ্রেস যেখানে ৩১১টি আসনে এগিয়ে, সেখানে বিজেপি এগিয়ে ২৬১টি-তে। নির্দল প্রার্থীরা ১৩২টি আসনে এগিয়ে। চারটি আসনে এগিয়ে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। আজ, শনিবার সন্ধ্যার মধ্যে এই নির্বাচনের ফলাফল অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট তথা কংগ্রেসের কাছে এই ভোট খুবই গুরুত্বপূর্ণ। বিজেপি-কেও এই রাজ্যে ফিরে আসতে হলে গ্রামাঞ্চলে প্রভাব ফিরে পেতে হবে।

দেখুন এই নিয়ে টুইট

রাজস্থানে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তিন পর্যায়ে ভোটে হয়েছে। ৬টি জেলা পরিষদে ২০০ জন সদস্য, ৭৮টি পঞ্চায়েত সমিতিতে ১৫৬৪ জন সদস্যকে নির্বাচিত করতে এই ভোট হয়েছে। গত ২৬ ও ২৯ অগাস্ট, এবং ১ সেপ্টেম্বর ভোটগ্রহণ হয়েছিল। ১জন জেলা পরিষদ সদস্য ও ২৬ জন পঞ্চায়েত সমিতির সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। আরও পড়ুন: WB By-Election 2021: ৩০ সেপ্টেম্বর ভবানীপুর আসনে উপনির্বাচন, ফল ঘোষণা ৩ অক্টোবর

গ্রামীন এলাকায় কংগ্রেসের দুর্গ অটুট থাকে কি না সেটাই দেখার। অশোক গেহলটের মুখ্যমন্ত্রীত্বে গ্রামাঞ্চলে বেশ ভাল কাজ হয়েছে বলে দাবি কংগ্রেসের। অন্যদিকে, অশোক গেহলট, সচিন পাইলটের রাজ্যের গ্রামাঞ্চলে বিজেপি পদ্ম ফোটাতে মরিয়া।