IPL Auction 2025 Live

মহিলা যাত্রীর সঙ্গে অসভ্যতার জেরে সাসপেন্ড মদ্যপ TTE, দেখুন ভিডিয়ো

মহিলা যাত্রীর সঙ্গে অসভ্যতা করার জেরে সাসপেন্ড হলেন রেলওয়ের একজন টিকিট পরীক্ষক। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন।

Photo Credits: Mirror Now

বেঙ্গালুরু: মহিলা যাত্রীর (female passenger) সঙ্গে অসভ্যতা (misbehaves) করার জেরে সাসপেন্ড হলেন রেলওয়ের একজন টিকিট পরীক্ষক (Travel Ticket Examiner)। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরু রেলওয়ে স্টেশনে (Bengaluru Railway Station)।

নির্যাতিত মহিলা যাত্রীর অভিযোগ, মদ্যপ অবস্থায় (Drunk) এসে টিকিট (Ticket) চাওয়ার নামে অসভ্যতা করেছিলেন ওই টিকিট পরীক্ষক। ঘটনাস্থলের ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন মহিলা যাত্রীর থেকে টিকিট চাইছেন টিকিট পরীক্ষক। আর ওই যাত্রীকে দেখা যাচ্ছে হাতে থাকা ব্যাগে টিকিট খোঁজার পাশাপাশি নিজের ফোনেও খোঁজাখুঁজি করছেন। পাশাপাশি টিটিই-র সঙ্গে মুখে মুখে তর্কও করতে দেখা যাচ্ছে মহিলাকে। আশেপাশে থাকা যাত্রীরা এই ঘটনার ভিডিয়ো (Video) তুলতে ব্যস্ত থাকলেও অন্য এক পুরুষ যাত্রী মহিলাটিকে সমর্থন জানিয়ে টিটিই-র সঙ্গে তর্ক করছেন।

মহিলা যাত্রীটি টিটিই-র বিরুদ্ধে তাঁর শরীরে স্পর্শ করার (touch) চেষ্টার অভিযোগ জানানোর পাশাপাশি তিনি বিনা টিকিটে (without ticket) ট্রেনে উঠেছেন এই অভিযোগে অসভ্যতা করেছেন বলেও দাবি করেছেন। ভিডিয়োতে টিটিই-কে বলতে শোনা যাচ্ছে, পুলিশকে ফোন করুন, এটাই আমার কাজ। তার উত্তরে ওই মহিলাকে প্রশ্ন করতে দেখা যাচ্ছে কেন তিনি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করছেন। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই রেলওয়ে কর্তৃপক্ষ ওই টিটিই-কে সাসপেন্ড করে এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ মার্চ অমৃতসর-কলকাতা অকাল তখত এক্সপ্রেসে এক মহিলা যাত্রীর মাথায় রাতদুপুরে মূত্র বিসর্জন করে এক মদ্যপ টিকিট পরীক্ষক। ওই কোচে থাকা অন্য যাত্রীরা পরে অভিযুক্তকে পিটিয়ে সরকারি রেলওয়ে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে ওই টিটিই জেল হেফাজতে রয়েছে। আরও পড়ুন: Uttar Pradesh Honour Killing: উত্তরপ্রদেশে অনার কিলিংয়ের ছায়া! ভগ্নীপতিকে গুলি করে খুন শ্যালকের