Radhika Merchant Changes Name: আম্বানি পরিবারে বড় খবর, নাম পালটে ফেললেন রাধিকা
কিম কারদাশিয়ান থেকে শুরু করে জাস্টিন বিবার কিংবা ইভাঙ্কা ট্রাম্প, প্রত্যেক হাজির হন কেউ অনন্ত-রাধিকার বিয়ের আগের অনুষ্ঠানে আবার কেউ গাঁটছড়া বাঁধার দিন।
মুম্বই, ১৪ নভেম্বর: বিয়ের পর এবার অফিসিয়ালি নিজের নাম পালটালেন রাধিকা মার্চেন্ট। এবার মার্চেন্ট থেকে অফিসিয়ালি আম্বানি হলেন রাধিকা। অনন্তের সঙ্গে বিয়ের কয়েক মাস পর রাধিকা মার্চেন্ট থেকে আম্বানি (Radhika Ambani) হলেন আম্বানি পরিবারের ছোট বউমা। গত ১৩ জুলাই রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানি (Anant Ambani) গাঁটছড়া বাঁধেন। হাই প্রোফাইল বিয়ের আসর বসে মুম্বইতে। প্রায় গোটা বলিউড হাজির হয় অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে।
অন্যদিকে কিম কারদাশিয়ান থেকে শুরু করে জাস্টিন বিবার কিংবা ইভাঙ্কা ট্রাম্প, প্রত্যেক হাজির হন কেউ অনন্ত-রাধিকার বিয়ের আগের অনুষ্ঠানে আবার কেউ গাঁটছড়া বাঁধার দিন। সবকিছু মিলিয়ে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের অতিথিরা হাজির হন।
রণবীর সিং থেকে অনন্য়া পান্ডে, বলিউডের প্রায় প্রত্য়েক তারকা মুকেশ-নীতার কনিষ্ঠ পুত্রের বিয়ে আলোকউজ্জ্বল করে তোলেন।