Ram Temple Bhumi Pujan in Ayodhya: রাম মন্দিরের ভূমি পুজোর শুভক্ষণ ঠিক করেছিলেন, হুমকি ফোনে আতঙ্কিত পুরোহিত

রাম মন্দিরের (Ram Temple) ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ ঠিক করা পুরোহিতের কাছে এল হুমকি ফোন। আতঙ্কিত পুরোহিত বিজয়েন্দ্র (৭৫) ইতিমধ্যেই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই পুরোহিতের বাড়ি কর্ণাটকের বেলাগাভি এলাকার শাস্ত্রীনগরে। প্রাণনাশের হুমকি পেয়ে থানায় যান বিজয়েন্দ্র। অভিযোগ দায়েরের পর তাঁর বাসভবনে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এই প্রসঙ্গে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে এক সদস্য বলেন, “যারা রাম মন্দির তৈরির বিরোধিতা করছে তাদের কাছ থেকে ভূমি পুজোর শুভ মহরতের সময়টা গোপন রাখা হয়েছিল। কোন পুরোহিত সেই শুভক্ষণ ঠিক করেছেন তা কেউই প্রায় জানত না। তারপরেও কীকরে বিজয়েন্দ্রর কাছে হুমকি ফোন গেল তানিয়েই দুশ্চিন্তা দানা বেঁধেছে।”

রাম মন্দিরের মডেল (Photo Credits: IANS)

অযোধ্যা, ৪ আগস্ট: রাম মন্দিরের (Ram Temple) ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ ঠিক করা পুরোহিতের কাছে এল হুমকি ফোন। আতঙ্কিত পুরোহিত বিজয়েন্দ্র (৭৫) ইতিমধ্যেই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই পুরোহিতের বাড়ি কর্ণাটকের বেলাগাভি এলাকার শাস্ত্রীনগরে। প্রাণনাশের হুমকি পেয়ে থানায় যান বিজয়েন্দ্র। অভিযোগ দায়েরের পর তাঁর বাসভবনে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এই প্রসঙ্গে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে এক সদস্য বলেন, “যারা রাম মন্দির তৈরির বিরোধিতা করছে তাদের কাছ থেকে ভূমি পুজোর শুভ মহরতের সময়টা গোপন রাখা হয়েছিল। কোন পুরোহিত সেই শুভক্ষণ ঠিক করেছেন তা কেউই প্রায় জানত না। তারপরেও কীকরে বিজয়েন্দ্রর কাছে হুমকি ফোন গেল তানিয়েই দুশ্চিন্তা দানা বেঁধেছে।” আরও পড়ুন-Coronavirus Cases In India: করোনা আক্রান্তের সংখ্যায় ১৮ লক্ষ ৫৫ হাজারের কোঠা ছাড়িয়ে গেল ভারত

বিজয়েন্দ্র পুলিশকে জানান, ফোনের ওপারে থাকা ব্যক্তি তাঁকে প্রশ্ন করে, কেন তিনি রাম মন্দিরের ভূমি পুজোর দিনক্ষণ ঠিক করেছেন? “সে বলে কেন আপনি এর মধ্যে ঢুকছেন? ভূমি পুজোর যেন একটা নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করি, এজন্য কর্মকর্তারা আমাকে অনুরোধ করেছিলেন। ফোনের ওপারের লোকটি নিজের নাম বলেনি। একটা ভিন্নতর নম্বর থেকেই এসেছিল ফোন।” রাম মন্দির তৈরির আন্দোলনের সঙ্গে অনেক বছর ধরেই বিজয়েন্দ্র পুরোহিত যুক্ত রয়েছেন। কবে রাম মন্দিরের কাজ শুরু করা যাবে তার জন্য একটা হিসেবনিকেশ করে শুভদিন বাছুন, মন্দির কর্তৃপক্ষের তরফেই গত ফেব্রুয়ারিতে তাঁকে জানানো হয়। সেই মতোই প্রস্তাবিত জমির উরে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। এদিকে মহামারী করোনাভাইরাসের যা বাড়াবড়ি তাতে বিজয়েন্দ্র নিজে থেকে ভূমি পুজোয় অংশ নিতে পারছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বুধবার দুপুরে রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠিত হবে।