Poonch Terror Attack: সেনা থেকে সরে পুঞ্চে হামলা পাক সেনার প্রাক্তন SSG কমান্ডোর, প্রকাশ্যে ফুটেজ

এবার প্রকাশ্যে এল আবু হামজা এবং হরদুন ইলিয়াস ফৌজি নামে ২ জনের ছবি। রিপোর্টে প্রকাশ, ২ পাকিস্তানি জঙ্গির মদতেই ৫ মে পুঞ্চে হামলা চালানো হয়। যাদের মধ্যে হরদুন ইলিয়াস ফৌজি প্রাক্তন পাক সেনার এক সদস্য।

Terrorist Who Involve In Poonch Attack (Photo Credit: Twitter)

দিল্লি, ৮ মে: গত ৫ মে জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) পুঞ্চে (Poonch) এআইএফের কনভয়ে যে হামলা হয়, তার জেরে এক কর্পোরাল পদ মর্যাদার অফিসার ভিকি পাহাড়ের মৃত্যু হয়। পুঞ্চে হামলার পর থেকে শোরগোল শুরু হলে, কারা এর জন্য দায়ি, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। এবার প্রকাশ্যে এল আবু হামজা এবং হরদুন ইলিয়াস ফৌজি নামে ২ জনের ছবি। রিপোর্টে প্রকাশ, ২ পাকিস্তানি জঙ্গির মদতেই ৫ মে পুঞ্চে হামলা চালানো হয়। যাদের মধ্যে হরদুন ইলিয়াস ফৌজি প্রাক্তন পাক সেনার এক সদস্য।

আরও পড়ুন: Jammu And Kashmir: কুলগাম থেকে উদ্ধার ২ জঙ্গির মৃতদেহ, পুঞ্চে হামলার পর সন্ত্রাসবাদী পাকড়াও করতে টানা 'অপারেশন' সেনার

দেখুন ট্যুইট...

 

পাকিস্তানি সেনার এসএসজি-তে কর্মরত হরদুন ইলিয়াস ফৌজি চাকরি থেকে অবসর নিয়ে জম্মু কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর চেষ্টায় পুঞ্চে এআইএফের কনভয়ে হামলা চালায় বলে জানা যায়। ঘটনার কয়েক দিনের মধ্যে আবু হামজা এবং হরদুন ইলিয়াস ফৌজির ছবি প্রকাশ্যে আসে এবং শুরু হয় তাদের খোঁজে জোরদার তল্লাশি পর্ব।



@endif