Nityanand Rai: অবিলস্বে দেশবিরোধী মন্ত্রীকে বরখাস্ত করুন, বিহারের মুখ্যমন্ত্রীর কাছে দাবি কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের
গ্নিবীরদের হিঁজড়দের সেনা বলার জন্য বিহারের সমবায়মন্ত্রী ও বর্যীয়ান আরজেডি নেতা সুরেন্দ্র প্রসাদ যাদবের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
নয়াদিল্লি: অগ্নিবীরদের (Agniveer)হিঁজড়দের সেনা (Hijdon ki fauj) বলার জন্য বিহারের সমবায়মন্ত্রী (Bihar Cooperative minister) ও বর্যীয়ান আরজেডি (RJD) নেতা সুরেন্দ্র প্রসাদ যাদবের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Union Minister of State for Home Affairs Nityanand Rai)। এর পাশাপাশি অবিলম্লে নীতীশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বাধীন বিহারের মন্ত্রিসভা থেকে ওই মন্ত্রীকে বরখাস্ত করার দাবিও জানান তিনি।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের অগ্নিবীর প্রকল্পের তীব্র সমালোচনা করেন বিহারের সমবায় মন্ত্রী সুরেন্দ্র প্রসাদ যাদব। এপ্রসঙ্গে তিনি বলেন, "আজ থেকে ঠিক ৮.৫ বছর পরে আমাদের সেনা হিঁজড়েদের সেনায় পরিণত হবে। এর প্রধান কারণ বর্তমানে আমাদের যে সমস্ত জওয়ানরা দেশরক্ষার কাজে নিযুক্ত আছেন তাঁরা অবসর নেবেন। আর তখনও অগ্নিবীরদের প্রশিক্ষণ চলতে থাকবে। যারা অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনা জওয়ানদের নিয়োগের পরিকল্পনা করেছেন তাঁদের ফাঁসিতে ঝোলানো উচিত।"
শুক্রবার বিহারের ওই মন্ত্রীর মন্তব্যের তুমুল সমালোচনা করে নিত্যানন্দ রাই বলেন, "একজন ক্যাবিনেট মিনিস্টার হিসেবে সুরেন্দ্র যাদবের এই মন্তব্য অত্যন্ত বিতর্কিত। আমাদের সেনা তাঁদের বীরত্বের জন্য সুপরিচিত। তাই একজন ক্ষমতাসীন মন্ত্রী যখন বলছেন যে আমাদের সেনা একসময়ে হিঁজড়ের সেনা পরিণত হবে তা অত্যন্ত আপত্তিকর ও অশোভনীয়। একজন মন্ত্রী হিসেবে সুরেন্দ্র যাদবের এই বিতর্কিত মন্তব্য সোজাসুজি আমাদের সেনাকে ও জওয়ানদের নীতীশ কুমার সরকারের অপমানের নিদর্শন। এর মাধ্যমে বিহারের শাসক জোট আরজেডি ও জেডিইউ-এর দেশবিরোধী চরিত্রের জ্বলন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে।"