Dola Sen On Women's Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন দোলা সেন! ভিডিয়োতে শুনুন তৃণমূল সাংসদের বক্তব্য
সংসদের বিশেষ অধিবেশন শুরু হতেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতি।
নয়াদিল্লি: সংসদের বিশেষ অধিবেশন শুরু হতেই মহিলা সংরক্ষণ বিল (Women's Reservation Bill) নিয়ে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতি।
বৃহস্পতিবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ দোলা সেন (TMC MP Dola Sen) বলেন, "আপনারা সবাই দেখেছেন এনপিআর (NPR), এনআরসি (NRC) ও সিএএ (CAA)-এর সিদ্ধান্ত (decision) কীভাবে নেওয়া হয়েছিল। কৃষক বিলের (farmers' bill) সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিও আপনারা দেখেছেন। সংসদের ইতিহাসে (history of the Parliament) এই প্রথম আমি বরখাস্ত (suspended) হলাম। মহিলা সংরক্ষণ বিল যদি ওরা বাস্তবায়িত (implement) করে তাহলে আমরা তাকে স্বাগত জানাব।" আরও পড়ুন: Movie Tickets at 99 Rupees: ৯৯টাকায় পাওয়া যাবে যে কোন সিনেমার টিকিট,দর্শকদের জন্য জাতীয় সিনেমা দিবসের উপহার (See Tweet)
দেখুন ভিডিয়ো: