PM Modi In Kakdwip: জনগণ ৬০ বছরের দুর্দশা দেখেছে, এখন ১০ বছর উন্নতি দেখছে ; কাকদ্বীপের সভা থেকে বিরোধীদের একহাত নিলেন মোদী (দেখুন ভিডিও)

কাকদ্বীপে পৌঁছে সভা শুরু করার আগে মথুরাপুরের মাটিকে প্রণাম জানিয়ে তিনি বলেন, ‘‘মথুরাপুরের পবিত্র মাটিতে আপনাদের আশীর্বাদ পেয়ে আমি খুশি। ঘূর্ণিঝড়ের জন্য সভা করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু কম সময়ের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ।

Modi In Kakdwip Photo Credit: Twitter@ANI

গতকাল উত্তর কলকাতার বুকে গ্র্যান্ড রোড শো করার পর আজ সকালেই কাকদ্বীপে উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  মথুরাপুরে অশোক পুরকাইত, জয়নগরে অশোক কান্ডারী এবং ডায়মন্ড হারবারে অভিজিৎ দাসের সমর্থনে করা এই সভা থেকে বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘এই নির্বাচনে বাংলায় এটা আমার শেষ সভা। এর পর আমি ওড়িশা, পঞ্জাবে চলে যাব। আমার শেষ সভায় এই পবিত্র মাটিতে আসার সুযোগ পেয়েছি। এই নির্বাচন আলাদা এবং অদ্ভুত। কাশ্মীর থেকে কন্যাকুমারীর মানুষ ১০ বছরের উন্নতি এবং ৬০ বছরে দুর্দশা দেখেছে। যে দেশ আমাদের থেকে ছোট ছিল, তারা আজ কোথায় পৌঁছে গিয়েছে। আমাদের কাছে যুব সম্প্রদায় এবং এত বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও দেশ পিছিয়ে ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। সারা বিশ্বে এখন ভারতের গুণগান হচ্ছে।’’

কাকদ্বীপে পৌঁছে সভা শুরু করার আগে মথুরাপুরের মাটিকে প্রণাম জানিয়ে তিনি বলেন, ‘‘মথুরাপুরের পবিত্র মাটিতে আপনাদের আশীর্বাদ পেয়ে আমি খুশি। ঘূর্ণিঝড়ের জন্য সভা করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু কম সময়ের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ।

কলকাতার রোড শো নিয়ে জনগণকে আবারো ধন্যবাদ জানান মোদী, তিনি বলেন- 'কলকাতার মানুষকেও ধন্যবাদ। কলকাতার মানুষ রোড-শোতে যে ভালবাসা, আশীর্বাদ দিয়েছেন, তা আমি ভুলতে পারব না। কলকাতাবাসীদের উৎসাহ দেখে আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।'