Maharashtra Assembly Elections Results: ক্ষমতার রশি কার হাতে? মুখ্যমন্ত্রীর দাবিতে অনড় উদ্ধব ঠাকরে, পুরনো চেয়ারেই বসতে চাইছেন দেবেন্দ্র ফডনবিশ
শিবসেনা (BJP Shiv Sena ally) শিবির। তবে লোকসভা ভোটের মাস কয়েক পেই যে পদ্ম শিবিরের মায়া কাজল থেকে জনগণ বেরিয়ে এসেছে তা বিজেপির জেতা আসনের সংখ্যাই বলে দিচ্ছে। এদিকে সুযোগ বুঝেই ফের জোট হিসেবে নিজের দর বাড়িয়ে দিয়েছে সঙ্গী শিবসেনা। রাজনৈতিক মহলে একটি কান কোলা রাখলেই জানা যাবে, জোট সঙ্গী হিসেবে শিবসেনা বড়ই চঞ্চল। অনেকটা মা লক্ষ্মীর মতো। একটু এদিক ওদিক হলেই গৃহস্থের ঘর থেকে যেমন চঞ্চলা লক্ষ্মী উধাও হন আরকি। ভোটে জিততে না জিততেই ফের দর কষাকষি শুরু করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)।
মুম্বই, ২৪ অক্টোবর: এগজিট পোলকে আংশিক সত্যি করে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সাফল্য পেল বিজেপি শিবসেনা (BJP Shiv Sena ally) শিবির। তবে লোকসভা ভোটের মাস কয়েক পেই যে পদ্ম শিবিরের মায়া কাজল থেকে জনগণ বেরিয়ে এসেছে তা বিজেপির জেতা আসনের সংখ্যাই বলে দিচ্ছে। এদিকে সুযোগ বুঝেই ফের জোট হিসেবে নিজের দর বাড়িয়ে দিয়েছে সঙ্গী শিবসেনা। রাজনৈতিক মহলে একটি কান কোলা রাখলেই জানা যাবে, জোট সঙ্গী হিসেবে শিবসেনা বড়ই চঞ্চল। অনেকটা মা লক্ষ্মীর মতো। একটু এদিক ওদিক হলেই গৃহস্থের ঘর থেকে যেমন চঞ্চলা লক্ষ্মী উধাও হন আরকি। ভোটে জিততে না জিততেই ফের দর কষাকষি শুরু করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। শোনা যাচ্ছে এবার সেনা থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচনের দাবি তুলেছেন তিনি।
অন্যদিকে ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন খবরটা জেনেই টুইট করে বিদায়ী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ (Devendra Fadnavis) বলেছেন, ফের মুখ্যমন্ত্রী হিসেবে জয়লাভ করলাম। তাঁর এহেন টুইটে সুপ্ত বাসনাটি ভালরকম ধরতে পেরেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তাতে কী, এবার আর শিবসেনা ভুলছে না। তাদের তো মুখ্যমন্ত্রীর পদটি চাইই চাই। সরকারের রাশ কার হাতে থাকবে, বা জোটে কে বেশি শক্তিশালী হবে, তা নিয়ে শুরু হয়েছে চাপ-পাল্টা চাপের খেলা। শিবসেনার একটি খবর, আড়াই বছর তাদের দলের এবং আড়াই বছর বিজেপির মুখ্যমন্ত্রী— এই ছকের প্রস্তাব দিতে পারে। নিজেদের আসন খোয়ানো, বিরোধীদের শক্তিবৃদ্ধি, এই সব সমীকরণ মাথায় রেখে শিবসেনার সেই প্রস্তাব বিজেপি সহজে ফেলতে পারবে না বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এর মধ্যে আবার এমন জল্পনাও ছড়ায় যে, শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে জোটে যেতে পারে শিবসেনা। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে দলের নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, মহারাষ্ট্রের মসনদে থাকছে বিজেপি শিবসেনা জোট, অন্য সমীকরণের কোনও প্রশ্নই নেই। আরও পড়ুন- Maharashtra & Hariyana Elections Results: বুথ ফেরত সমীক্ষাকে উড়িয়ে টিমটিমিয়ে জ্বলছে বিজেপি, মহারাষ্ট্র হরিয়ানায় চাপে পদ্মশিবির
এদিকে ৫৭টি আসন পেয়ে নিজে অবস্থান টিকিয়ে রাখতে সফল জোটসঙ্গী শিবসেনা (Shiv Sena) । ফল প্রকাশের পরে সাংবাদিক বৈঠকে যৌথ মুখ্যমন্ত্রিত্বের দাবিতে স্বাভাবিক ভাবেই জোরালো সওয়াল শুরু করে দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বাকিটা না হয় সময়ই বলবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)