Lok Sabha Elections Results 2019: গণনায় কোনও বদল হবে না, বিরোধীদের ভিভিপ্যাট যাচাইয়ের আবেদন খারিজ করল নির্বাচন কমিশন

গণনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। কিন্তু এখনও ইভিএম (EVM)বদলের আশঙ্কা তাড়া করে বেরাচ্ছে বিরোধীদের।

নির্বাচন কমিশন(Photo Credits: PTI)

২২মে, ২০১৯:‌ গণনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। কিন্তু এখনও ইভিএম (EVM)বদলের আশঙ্কা তাড়া করে বেরাচ্ছে বিরোধীদের। সাত সকালেই তাই ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের(Election Commission) দ্বারস্থ হয় ২২টি বিরোধী দল। ইভিএম খোলার আগেই ভিভিপ্যাট(VVPAT) স্লিপ যাচাইয়ের দাবি জানান তাঁরা। যদিও বিরোধীদের সেই আবেদন সরাসরি নাকচ করে দেয় নির্বাচন কমিশন। বিরোধীদের জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তাঁরা গণনার সময় ইভিএম খোলার পরেই ভিভিপ্যাটের স্লিপ যাচাই করা হবে। গণনার আগে তা কখনওই করা হবে না।

মঙ্গলবার ২২টি বিরোধী দল কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আবেদন করে, ইভিএম গণনার আগেই যেন ভিভিপ্যাটের স্লিপ যাচাই করা হয়। মঙ্গলবার বিরোধীদের আবেদন বিচার করার জন্য সময় চেয়েছিল কমিশন। তারপর মুখ্য নির্বাচন কমিশনারের সহ তিন কমিশানেরের প্যানেল এদিন বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়। তারপরই তা জানিয়ে দিয়েছে কমিশন। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ইভিএম লুঠের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। বিশেষ করে বিহার উত্তর প্রদেশে এই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে বেশি। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদিও কমিশন সেই সব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়ে দেয় নিরাপদেই রয়েছে ইভিএমগুলি।

বৃহস্পতিবার ২২.‌৩ লক্ষ ব্যালট ইউনিট, ১৬.‌৩ লক্ষ কন্ট্রোল ইউনিট ছাড়া ১৭.‌৩ লক্ষ ভিভিপ্যাটও গোনা হবে। কি