LOK SABHA ELECTIONS 2019: ইভিএম লুঠের খবর ভিত্তিহীন, গুজব ছড়ানো হচ্ছে, সব ইভিএম নিরাপদে রয়েছে, জানাল নির্বাচন কমিশন

ভোট সংখ্যায় কারচুপি করত ইভিএম(EVM) সরিয়ে নিয়ে যাওয়ার খবর সম্পূর্ণটাই গুজব।

ইভিএম(Photo Credits: Getty Images)

২০ মে, ২০১৯:‌ ভোট সংখ্যায় কারচুপি করত ইভিএম(EVM) সরিয়ে নিয়ে যাওয়ার খবর সম্পূর্ণটাই গুজব। মঙ্গলবার একথা সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন(‌Election Commission)। উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী অফিসার এদিন টুইট করে সবাইকে আশ্বস্ত করে বলেছেন, সব ইভিএম–ই প্রার্থী, কমিশনের অফিসার, পোলিং অফিসার এবং পুলিসের সামনে সিল করে সিসিটিভির নজরদারির আওতায় স্ট্রং রুমে সম্পূর্ণ নিরাপদে রাখা আছে। সেগুলি কখনওই বদলানো যাবে। কমিশনের উপর মানুষকে আস্থা রাখতে আবেদন করেছেন তিনি। গাজিপুরের জেলাশাসক কে বালাজি বলেছেন, সব অভিযোগ ভিত্তিহীন। ইভিএমগুলি অষ্টপ্রহর সিআইএসএফ–এর কড়া পাহাড়ায় রয়েছে। সব প্রার্থীদের এজেন্টদেরই স্ট্রং রুমে (Strong Room) নজরদারির অনুমতি দেওয়া হয়েছে কমিশনের তরফে। এজন্য তাঁদের বিশেষ পাস–ও দেওয়া হয়েছে। তবে প্রার্থীরা আরও বেশি মানুষদের নজরদারি চালানোর অনুমতি চেয়েছিলেন। জেলা প্রশাসন খারিজ করে দেওয়ার ফলেই সোমবার রাতের বিক্ষোভ হয়েছিল বলে জানিয়েছে গাজিপুর জেলা প্রশাসন। ঝাঁসির জেলা নির্বাচনী অফিসার শিব সহায় অবস্তি বলেছেন, কয়েকটি বুথ থেকে পোলিং অফিসাররা দেরিতে ফেরায় রবিবার সন্ধ্যা সাতটা বেজে গিয়েছিল সব কটি ইভিএম স্ট্রং রুমে ঢোকাতে। তবে এখন সব ইভিএম কড়া নিরাপত্তায় রয়েছে। চান্দৌলি এবং দোমারিয়াগঞ্জ থেকেও স্ট্রং রুমের সামনে ইভিএম সরিয়ে যাওয়ার অভিযোগে যে বিক্ষোভ হয়েছিল, জেলাশাসকদের বোঝানোর ফলে তা শান্ত হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে কমিশন।