LOK SABHA ELECTIONS 2019: সন্ধে ৬.‌৩০র আগে এগজিট পোল সম্প্রচার করা যাবে না, জানিয়ে দিল নির্বাচন কমিশন

সপ্তম দফার নির্বাচন শেষ হলেই এক্সিট পোল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে বিধিনিষেধ আরোপ করল নির্বাচন কমিশন।

সাড়ে ছটার আগে এগজিট পোল নয়, নির্দেশ কমিশনের(File Photo)

১৯ মে, ২০১৯:‌ সপ্তম দফার নির্বাচন  শেষ হলেই এক্সিট পোল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে বিধিনিষেধ আরোপ করল নির্বাচন কমিশন (Election Commission)। রবিবাসরীয় সন্ধ্যেয় দেশবাসী মোটামুটি তৈরি ছিল এই এক্সিট পোল নিয়ে। কিন্তু রোদ পড়তেই আর বসা হচ্ছে না টিভির সামনে। কারণ তা করা যাবে না বলে নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। ৩৮ দিন ধরে সাত দফায় নির্বাচন চলেছে গোটা দেশে। সেখানে কে সরকার গড়বে?‌ কোন দল কত আসন পাবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতেই এক্সিট পোল (Exit poll) সম্প্রচারিত হওয়ার কথা ছিল। সেখানে নির্বাচন কমিশন স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে, সন্ধ্যে সাড়ে ৬টার আগে কোনওভাবে সম্প্রচার করা যাবে না এক্সিট পোল। ফলে সাড়ে ৬টার ও তার পর থেকেই সম্প্রচার করতে হবে।

এখন গোটা দেশের কাছে একটা প্রশ্ন ফের ক্ষমতায় আসছেন কি নরেন্দ্র মোদি(Narendra Modi)?‌ নাকি মহাজোটের সরকার গড়ে উঠবে দিল্লিতে?‌ দেশবাসীর কাছে এইসব প্রশ্নের উত্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা সম্প্রচার হওয়ার কথা ছিল বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে। যা সাড়ে ৬টার আগে করতে নিষেধ করা হয়েছে।