Arvind Kejriwal Attack Ashok Gehlot: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে কটাক্ষ, ভিডিয়োতে দেখুন কী বললেন অরবিন্দ কেজরিওয়াল

রবিবার রাজস্থানের গঙ্গানগরে জনসভা করতে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।

Photo Credits: ANI

গঙ্গানগর: রবিবার রাজস্থানের (Rajasthan) গঙ্গানগরে (Ganganagar) জনসভা (rally) করতে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM and AAP national convenor Arvind Kejriwal)। তিনি যেখানে সভা করবেন সেই স্টেডিয়াম ও গোটা গঙ্গানগর এলাকাজুড়ে কংগ্রেস নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Rajasthan CM & Congress leader Ashok Gehlot) পোস্টার (posters) মারা হয়েছে। নিজের বক্তব্যের সময় সেই বিষয়টি উল্লেখ করে অশোক গেহলটকে তীব্র কটাক্ষ করলেন অরবিন্দ কেজরিওয়াল।

এপ্রসঙ্গে তিনি বলেন, "যখন আমরা এখানে আসি তখন আমরা দেখতে পাই গেহলট সাহেব গোটা গঙ্গানগর এলাকা ও এই স্টেডিয়ামের চারিদিকে নিজের পোস্টার মারিয়ে রেখেছেন। আমি তাঁকে বলতে চাই যে যদি তিনি গত ৫ বছর ধরে কাজ (Work) করতেন তাহলে তাঁকে এইসব কাণ্ড করতে হত না। ১৫-২০ মানুষ এসে চেয়ার ছুঁড়ছেন (throwing chairs)। এই সমস্ত ঘটনা কাপুরুষতার (cowards) প্রমাণ দেয়। আপনি গত পাঁচ বছর ধরে কোনও কাজ করেননি। সেই কারণেই আপনি আম আদমি পার্টির জনসভাগুলো ভণ্ডুল করার চেষ্টা করছেন।" আরও পড়ুন: Viral Bahubali Samosa: ৩০ মিনিটে ১২ কেজির সিঙ্গাড়া খেলেই জ্যাকপট, কোথায় পাবেন সেই সিঙ্গাড়া? দেখুন

দেখুন ভিডিয়ো: