Brinda Karat On Opposition Alliance: 'পশ্চিমবঙ্গের নেতাদের নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত হবে', ভিডিয়োতে শুনুন তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে সিপিএম নেত্রী বৃদ্ধা কারাতের বক্তব্য
মঙ্গলবার কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত ২৬ বিরোধী দলের বৈঠক উপলক্ষে এক মঞ্চে হাজির ছিলেন সিপিএম ও তৃণমূল। এই নিয়ে বিতর্ক চলছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে।
নয়াদিল্লি: মঙ্গলবার কর্নাটকের (Karnataka) রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) আয়োজিত ২৬ বিরোধী দলের বৈঠক (opposition meeting) উপলক্ষে এক মঞ্চে হাজির ছিলেন সিপিএম (CPI(M)) ও তৃণমূল (TMC)। এই নিয়ে বিতর্ক চলছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস-সিপিএম জোটের নেতা-কর্মীদের সঙ্গে তৃণমূলের অশান্তি হয়েছে। যেভাবে একে অপরের কর্মীদের খুন করেছে তারা। তারপরও কী করে এক মঞ্চে বসে বৈঠক করতে পারে বা জোট তৈরি করতে পারে? তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বাংলার সাধারণ মানুষ বা স্থানীয় স্তরের কংগ্রেস-সিপিএম নেতা-কর্মী ও সমর্থকদের মনেও প্রশ্ন তৈরি হয়েছে। বুধবার এই বিষয়ে মুখ খুললেন সিপিএমের কেন্দ্রীয় নেত্রী বৃন্দা কারাত (CPI(M) leader Brinda Karat)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "বিরোধীদের বৈঠকে (opposition meet) আমরা সংবিধানকে (Constitution) রক্ষা (save) করার জন্য আলোচনা (discussion) করেছি। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat elections 2023) সময় তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী (TMC's dictatorship) মনোভাবের প্রমাণ পাওয়া গেছে। তাই পশ্চিমবঙ্গে গণতন্ত্র (democracy) ও সংবিধানকে রক্ষার জন্য জোট (alliance) তৈরির বিষয়টি ঠিক হবে দলের রাজ্য় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই। আমি একটা কথা বলতে চাই যে গণতন্ত্রকে আক্রমণ (attack) করে আপনি একে রক্ষা করতে পারবেন না।" আরও পড়ুন: Manipur Violence: বর্ষাকালীন অধিবেশনে মণিপুর নিয়ে আলোচনাতে রাজি কেন্দ্র, খবর সূত্রের
দেখুন ভিডিয়ো: