Rahul Gandhi On Tribal Rights: 'ওনারাই দেশের আসল মালিক', ওয়ানাড থেকে ফের আদিবাসীদের অধিকারের দাবিতে সরব রাহুল

রবিবার নিজের সংসদ ওয়ানাড থেকে ফের আদিবাসীদের অধিকারের দাবিতে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের আদিবাসী ভাই-বোনেরাই এই দেশের আসল মালিক বলে মন্তব্য করলেন।

Rahul Gandhi (Photo Credit: IANS)

নয়াদিল্লি: রবিবার নিজের সংসদ ওয়ানাড (Wayanad) থেকে ফের আদিবাসীদের অধিকারের (tribal rights) দাবিতে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress MP Rahul Gandhi)। ভারতের আদিবাসী ভাই-বোনেরাই এই দেশের আসল মালিক (original owners) বলে মন্তব্য করলেন। তাঁদের দেশের (India) জমি (Land) ও জঙ্গলে (Forest) প্রাপ্য অধিকার দেওয়া উচিত বলে জানান।

ওয়ানাডের একটি হাসপাতালে বৈদ্যুতিক পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি গোটা দেশ ঘুরে ভারতের আদিবাসী ভাই ও বোনদের সঙ্গে দেখা করেছি। তাঁদের সম্পর্কে একটি শব্দ ব্যবহার হয় আদিবাসী (Adivasis)। তার মানে হল জমির আসল মালিক। এর মানে হল নির্দিষ্ট একটি ভাবনা ও যে পৃথিবীতে আমরা বাস করি তার পরিবেশের সঙ্গে একাত্মীকরণের সম্পর্ক। এটা তাঁদের জীবনযাপনের দিকে তাকিয়েও দেখতে পাই আমরা।"

আদিবাসীদের সমস্ত প্রাপ্য অধিকার দেওয়ার দাবিতে সরব হয়ে রাহুল বলেন, "তাঁদের জমি ও জঙ্গলে প্রাপ্য অধিকার দেওয়ার পাশাপাশি দেশের যেখানে খুশি যাতে তাঁরা বসবাস করতে পারেন তার ব্যবস্থা করা উচিত। দেখতে হবে তাঁরা যাতে সন্তানদের চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী বা ব্যবসাদার তৈরি করতে পারেন। গোটা পৃথিবী ওনাদের জন্য খোলা রয়েছে। কোথাও ওনাদের উপর বাধানিষেধ জারি করা অনৈতিক। কিন্তু,সমাজের একটা অংশ তাঁদের বনবাসী (Vanvasi) নামে ডেকে শুধু জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ করতে চাইছে। এই শব্দ তাঁদের ভারতের সমগ্র জমির উপর থাকা অধিকারকে অস্বীকার করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা এই শব্দকে স্বীকার করি না। আরও পড়ুন: Seema Haider Bollywood Debut: ঘরছুট পাক গৃহবধূ থেকে বলিউড অভিনেত্রী, বড় পর্দায় নিজের গল্প বলবে সীমা