Modi Wave Turns Tsunami? Exit Polls Results 2019:মোদি ঝড়ে দোদুল্যমান মহারাষ্ট্র-হরিয়ানার বিধানসভা নির্বাচন, দুই রাজ্যেই পদ্ম শিবিরের জয় দেখছে বুথ ফেরত সমীক্ষা

২০১৪-তে শুরু হওয়া মোদি ঝড় ২০১৯-এও বর্তমান। ঝড় তো নয়, এ যেন সুনামি। নরেন্দ্র মোদির মোহে মাতোয়ারা মহারাষ্ট্র। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বলছে মোদির জয় অবশ্যম্ভাবী। মহারাষ্ট্র ও হরিয়ানার (Maharashtra, Haryana Assembly Elections) বুথ ফেরত জনমত সমীক্ষার ফলাফল তেকে একটা জিনিসই স্পষ্ট যে দুই রাজ্যেই বিপুল সংখ্যাক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদির বিজেপি

মোদি ঝড়ে সমর্থকরা (Photo Credit: Getty images)

নতুন দিল্লি, ২১ অক্টোবর: ২০১৪-তে শুরু হওয়া মোদি ঝড় ২০১৯-এও বর্তমান। ঝড় তো নয়, এ যেন সুনামি। নরেন্দ্র মোদির মোহে মাতোয়ারা মহারাষ্ট্র। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বলছে মোদির জয় অবশ্যম্ভাবী। মহারাষ্ট্র ও হরিয়ানার (Maharashtra, Haryana Assembly Elections) বুথ ফেরত জনমত সমীক্ষার ফলাফল  থেকে একটা জিনিসই স্পষ্ট যে দুই রাজ্যেই বিপুল সংখ্যাক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদির বিজেপি। প্রায় দুই দশক ধরে এই দুই রাজ্যে মুহুর্মুহু কমেছে বিরোধীদের জনপ্রিয়তা। আর তাল মিলিয়ে মানুষের মন জয় রে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোটে লড়ছে বিজেপি। এই দুই দল মিলিয়ে মোট ২০০টি বিধানসভা কেন্দ্রে পদ্ম শিবিরের জয় নিশ্চিত।

অন্যদিকে বাকি ৮০টি বিধানসভা কেন্দ্রের দখল নিতে চলেছে কংগ্রেস ও জাতীয়তাবাদি কংগ্রেস পার্টির জোট। অন্তত জনমত সমীক্ষায় এই ফলাফলই উঠে আসছে। পাশাপাশি হরিয়ানায় জাতীয় লোকদল ও কংগ্রেসের অবস্থা এতটাই শোচনীয় যে ২০১৪-র ফলাফলও নাকি বিরোধীদের কাছে ভাল ছিল বলে মনে করা হচ্ছে। এককথায় হরিয়ানায় বিরোধী শিবির একেবারে টিমটিম করে জ্বলছে। ইন্ডিয়া টুডে আজতকের তথ্যানুসারে মহারাষ্ট্রের জনমত সমীক্ষা বলছে, ১০৯ থেকে ১২৪টি আসন পেতে পারে দেবেন্দ্র ফডনবিশের সরকার। বাকি ৫৭ থেকে ৭০টি আসনের দখল যেতে পারে  শিবসেনার মুঠোয়। আরও পড়ুন-

হরিয়ানায় টাইমস নাউয়ের জনমত সমীক্ষানুসারে বিজেপি ৭১টি আসন দখল করতে পারে। কংগ্রেসের ঘরে দখলে থাকবে ১১টি আসন। জেজেপি পাবে ৫টি আসন অন্যান্যরা পাবে আটটি আসন। ২০১৪-তে প্রথমবার হরিয়ানায় জিতে সরকার গঠন করেছিল বিজেপি। সেবার ৯০টি বিধানসভা কেন্দ্রের মদ্যে ৪৭টি ছিল বিজেপির দখলে। মোহন লাল খট্টর রাজ্যের মুখ্যমন্ত্রী হন।  মহারাষ্ট্রে বিজেপি ১২২টি ও শিবসেনা ৬৩টি আসনে জিতে সরকার গঠন করে। বলা বাহু্ল্য তাদের ১৫ বছরের জোট সম্পর্ক এতে আরও জোরদার হয়েছিল।