Lok Sabha Elections 2024: ২০২৪ লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়বে RJD ও JMM, জানালেন তেজস্বী যাদব
শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী বলেন, "আজকে আমি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করেছি। তাঁর সঙ্গে আলোচনা হয়েছে ভবিষ্যতের সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে। সেই সঙ্গে আমরা আলোচনা করেছি আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করার বিষয় নিয়েও।"
রাঁচি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) রাষ্ট্রীয় জনতা দল (Rashtriya Janata Dal) ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha) একসঙ্গে লড়বে বলে জানালেন বিহারের উপমুখ্যমন্ত্রী (Bihar Deputy Chief Minister) ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান মুখ তেজস্বী যাদব (Tejashwi Yadav)। শনিবার রাঁচিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বাড়িতে তাঁর সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি।
শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী বলেন, "আজকে আমি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করেছি। তাঁর সঙ্গে আলোচনা হয়েছে ভবিষ্যতের সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে। সেই সঙ্গে আমরা আলোচনা করেছি আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করার বিষয় নিয়েও।"
এরপরই ঝাড়খণ্ডে রাষ্ট্রীয় জনতা দলের কাজকর্ম কী রকম চলছে সেই বিষয়ে তিনি পর্যালোচনা করতে চান বলেও জানান। এপ্রসঙ্গে বলেন, "ঝাড়খণ্ডে দলের কাজকর্ম কী রকম চলছে তা জানার জন্য এখানে আসার পরিকল্পনা ছিল আমার। কিন্তু, এর মধ্যে লালুপ্রসাদজির শরীর খারাপ হয়ে পড়ে। লালুজির কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে। তিনি আজ বাড়ি ফিরেছেন। বিহারে ক্ষমতা থেকে বিজেপিকে সরিয়ে মহাগঠবন্ধন সরকার গঠিত হয়েছে। এই সমস্ত কারণের জন্যই এতদিন ঝাড়খণ্ডে আসতে পারিনি।"