J&K Reservation And Reorganisation Bill 2023: লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ এবং পুর্নগঠন বিল সম্পর্কে কী বলছেন অমিত শাহ! দেখুন ভিডিয়ো

বুধবার লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০২৩ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Photo Credits: LS TV

নয়াদিল্লি: বুধবার লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল (Jammu and Kashmir Reservation (Amendment) Bill, 2023) এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০২৩ (Jammu and Kashmir Reorganisation Bill, 2023) প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। আরও পড়ুন: Uttarakhand Global Investors Summit 2023: ৮ ডিসেম্বর দেরাদুনে উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

এপ্রসঙ্গে তিনি বলেন, "কিছু লোক এটিকে ছোট করার (underestimate) চেষ্টাও করেছে। কেউ বলেছেন যে শুধুমাত্র নাম পরিবর্তন করা হচ্ছে। আমি তাঁদের সকলকে বলতে চাই যে আমাদের যদি একটু সহানুভূতি (little sympathy) থাকে তবে আমাদের দেখতে হবে যে এই নামের সঙ্গে শ্রদ্ধা (respect) যুক্ত রয়েছে। এটা তাঁরাই দেখতে পারেন যাঁরা জম্মু ও কাশ্মীরে মানুষদের ভাইয়ের (brothers) মতো বিবেচনা করে সামনে এগিয়ে (forward) আনতে চান। কিন্তু, যারা নিজেদের রাজনৈতিক সুবিধার (political benefit) জন্য এটিকে ভোট ব্যাঙ্ক (vote bank) হিসেবে ব্যবহার করে, তারাই বিরূপ মন্তব্য করছে। নরেন্দ্র মোদি (Narendra Modi) এমন একজন নেতা যিনি একটি দরিদ্র পরিবারে (poor family) জন্মগ্রহণ করেছিলেন এবং আজ দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) হয়েছেন। তিনি গরিবের কষ্ট (pain of the poor) জানেন।" আরও পড়ুন: SFI Protest In Kerala: কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে বিক্ষোভ এসএফআই-এর, দেখুন জল কামান দিয়ে পুলিশি প্রতিরোধের ভিডিয়ো

দেখুন ভিডিয়ো:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now