DUSU Election Results 2023: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়! ভাইস প্রেসিডেন্ট পদে NSUI; Video

শনিবার বিকেলে প্রকাশিত হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল। তাতে দেখা গেল, ছাত্রছাত্রীরা বেশিরভাগেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পরিচালনার ভার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাতেই তুলে দিয়েছে।

Photo Credits: Social Media

নয়াদিল্লি: শনিবার বিকেলে প্রকাশিত হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল (DUSU Election Results 2023)। তাতে দেখা গেল, ছাত্রছাত্রীরা বেশিরভাগেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পরিচালনার ভার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) হাতেই তুলে দিয়েছে। আরও পড়ুন: Himanta Biswa Sarma: সরকারি প্রকল্পে 'মিথ্যা' দুর্নীতির অভিযোগ, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা হিমন্তের স্ত্রীর

ছাত্র সংসদের সভাপতি (President) হিসেবে নির্বাচিত করছে এবিভিপি-র প্রার্থী তুষার দেধাকে (ABVP's candidate Tushar Dedha), সম্পাদক পদে জয়ী হয়েছে অপরাজিতা (Aprajita) ও যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছে শচীন বাইসলা (Sachin Baisla)। এই সবের মাঝে প্রদীপের সলতে-এর মতো ছাত্র সংসদের সহ-সভাপতি হিসেবে নিষুক্ত হয়েছেন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের (NSUI) প্রার্থী অভি দাহিয়া (Abhi Dahiya)। আরও পড়ুন: Fire In Humsafar Express: ত্রিরুচিরাপল্লী-শ্রী গঙ্গানগর হামসফর এক্সপ্রেসে আগুন, দেখুন গুজরাটের ভালসাডের ভিডিয়ো

দেখুন নব নির্বাচিত তুষার দেধাকে নিয়ে এবিভিপি কর্মী-সমর্থকদের আনন্দ উদয়াপনের ছবি।