Bengaluru: দুই খুদে সন্তান-সহ বাবা মায়ের একসঙ্গে মৃত্যু, পরিবারের নির্মম পরিণতিতে ঘনাচ্ছে রহস্য

মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং তাঁদের দুই খুদে সন্তান।

Representative Image (Photo Credit: File)

একসঙ্গে উদ্ধার পরিবারের চার সদস্যের মৃতদেহ। বেঙ্গালুরুর সদাশিবনগর থানা এলাকায় ভাড়া বাড়ি থেকে সোমবার সকালে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দেহ। পরিবারের চার সদস্যের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং দুই খুদে সন্তান। ওই পরিবার আদতে উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। চার মৃতদেহ উদ্ধার করে পাঠানো হিয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ কাশ্মীরে তীব্র ঠাণ্ডায় উদ্ধার পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ, কাঠকয়লার ধোঁয়া কাড়ল প্রাণ

পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যু...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



Petrol and Diesel Prices Hiked: লকডাউন শিথিল হতেই ফের পরপর ৩ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম | 🇮🇳 LatestLY

Petrol and Diesel Prices Hiked: লকডাউন শিথিল হতেই ফের পরপর ৩ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

লকডাউন উঠতে না উঠতেই ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম (Petrol and diesel prices)। এনিয়ে পরপর তিনদিন জ্বালানি তেলের দাম বাড়ল। পেট্রোলের ক্ষেত্রে লিটার প্রতি ৫৪ পয়সা করে দাম বেড়েছে। ডিজেলের ক্ষেত্রে তা ৫৮ পয়সা করে হয়েছে। গত তিনদিনে পেট্রোল ও ডিজেলের দাম লিটারে ১.৭ টাকারও বেশি বেড়েছে। দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ৭৩ টাকায়। আর মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম ৮০ টাকা ১ পয়সা। চেন্নাইতে ৭৭ টাকা ৮ পয়সা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৭৪ টাকা ৯৮ পয়সা। একইভাবে দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৭১ টাকা ১৭ পয়সা। মুম্বইতে লিটার প্রতি ডিজেল বিকোচ্ছে ৬৯ টাকা ৯২ পয়সায়।

ভারাতে বাড়ল জ্বালানি তেলের দাম (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৯ জুন: লকডাউন উঠতে না উঠতেই ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম (Petrol and diesel prices)। এনিয়ে পরপর তিনদিন জ্বালানি তেলের দাম বাড়ল। পেট্রোলের ক্ষেত্রে লিটার প্রতি ৫৪ পয়সা করে দাম বেড়েছে। ডিজেলের ক্ষেত্রে তা ৫৮ পয়সা করে হয়েছে। গত তিনদিনে পেট্রোল ও ডিজেলের দাম লিটারে ১.৭ টাকারও বেশি বেড়েছে। দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ৭৩ টাকায়। আর মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম ৮০ টাকা ১ পয়সা। চেন্নাইতে ৭৭ টাকা ৮ পয়সা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৭৪ টাকা ৯৮ পয়সা। একইভাবে দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৭১ টাকা ১৭ পয়সা। মুম্বইতে লিটার প্রতি ডিজেল বিকোচ্ছে ৬৯ টাকা ৯২ পয়সায়।

এদিকে চেন্নাইতে পাওয়া যাচ্ছে ৬৯ টাকা ৭৪ পয়সায়। কলকাতার ক্ষেত্রে এক লিটার ডিজেলের দাম ৬৭ টাকা ২৩ পয়সা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে এই চার মেট্রো শহরের পেট্রোল ও ডিজেলের মূল্য এমনই নির্ধারণ করা আছে। গত সাত ও আট জুন রাজ্য অনুযায়ী পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম ৬০ পয়সা করে বেড়েছে। গত তিন মাসে লকডাউন থাকায় জ্বালানি তেলের দাম বাড়েনি। তাই পর পর তিনদিনে দাম বাড়িয়ে সেই গ্যাপ পূরণ করা হল। আরও পড়ুন-Jyotiraditya Scindia: করোনার উপসর্গ নিয়ে দিল্লির হাসপাতালে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

লকডাউন জারির পরপরই পেট্রল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি তেল কোম্পানিগুলি। ফলে এক সময় বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড তলানিতে গিয়ে নামলেও এ দেশের পেট্রল এবং ডিজেল ব্যবহারকারীরা তার কোনও সুফল পাননি। অথচ এই সময়ের মধ্যে বিমানের জ্বালানি ATF এবং রান্নার গ্যসের দাম নিয়মিত রিভাইস করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন দেশজুড়ে উড়ান পরিষেবা বন্ধ থাকলেও আশ্চর্যজনকভাবে লকডাউনের মধ্যে ATF-এর দাম কমিয়েছে তেল কোম্পানিগুলি। ৮৩ দিনের বিরতি। করোনা-লকডাউনের ধাক্কা সামলে জনজীবন যখন একটু করে ছন্দে ফিরতে শুরু করেছে তখনই ফের দৈনিক ভিত্তিতে জ্বালানির মূল্য নির্ধারণ শুরু করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। রবিবার প্রথম দিনেই চাপ পড়ে আম আদমির পকেটে। আজও সেই ধারা বজায় রাখল।