Pathaan Row: 'জ্যান্ত জ্বালিয়ে দেব’, বিতর্কের মাঝে শাহরুখকে হুমকি অয্যোধ্যার সাধুর

Pathaan Row (Photo Credits: Twitter, ANI)

মুম্বই, ২১ ডিসেম্বরঃ ‘পাঠান’ বিতর্কের (Pathaan Controversy) দাবানল যেন ক্রমশ আরও বিস্তর রূপ নিচ্ছে। ছবির গান ‘বেশরম রং’এ (Besharam Rang) দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে শুরু হয় প্রতিবাদ। গেরুয়া রঙয়ের অপমান করেছেন শাহরুখ (Shah Rukh Khan) এবং দীপিকা (Deepika Padukone), অভিযোগ তুলতে শুরু করেছেন বিজেপি সমর্থকরা। এবার শাহরুখকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন অয্যোধ্যার (Ayodhya) এক সাধু। ’পাঠান’এ শাহরুখ-দীপিকার সঙ্গে যোগীর মুখ, ফটোশপের জেরে যুবকের বিরুদ্ধে এফআইআর

অয্যোধ্যায় শাহরুখ খানের (Shah Rukh Khan) পোস্টার জ্বালিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ শুরু করেছেন সেখানকার সাধুরা। ছবির গানে ‘গেরুয়া' রঙের চরম অপমান করা হয়েছে, এমন দাবি তুলে ক্রোধে ফুঁসছেন সাধুরা। অয্যোধ্যার এক সাধু আচার্য পরমহংস বলেন, ‘আমি ওই জেহাদি শাহরুখ খানকে খুঁজছি। যদি একবার খুঁজে পাই তাঁকে জ্যান্ত জ্বালিয়ে দেবো’। ‘নিজের মেয়ের সঙ্গে পাঠান দেখুন’, কটাক্ষের সুরে শাহরুখকে বললেন মধ্যপ্রদেশের স্পিকার

তিনি বলেন, ‘পাঠান ছবিতে আমাদের গেরুয়া রঙের অপমান করা হয়েছে। যার প্রতিবাদে আমাদের মত সনাতন ধর্মালম্বীরা সরব হয়েছেন। অয্যোধ্যায় আজ আমরা শাহরুখ খানের পোস্টার জ্বালিয়েছি। আমি খুঁজে বেড়াচ্ছি ওই জেহাদি শাহরুখকে। যেদিন খুঁজে পাবো জ্যান্ত জ্বালিয়ে দেবো’। নতুন গানে মিলবে আরও উষ্ণতা-উন্মাদনার ছোঁয়া, বিতর্কের মাঝেই ঘোষণা

এখানে না থেমে ওই সাধু আরও বলেছেন, ‘আমাদের আগে যদি কেউ শাহরুখ খান জ্বালিয়ে দেওয়ার মত দুঃসাহসিকতার কাজ করে আমি নিজে তাঁর বিরুদ্ধে মামলা লড়ব’। এই ধরণের অশ্লীল ছবি, ওয়েব সিরিজের পূর্ণরূপে বহিষ্কার এবং বয়কটের আবেদনও করেছেন আচার্য পরমহংস।