IPL Auction 2025 Live

Pakistan U-Turn On Kartarpur Corridor: ফের ইউ টার্ন, করতারপুর করিডর উদ্বোধনের দিন ভারতীয় তীর্থযাত্রীদের থেকে ২০ ডলার ফি নেবে পাকিস্তান

উদ্বোধনের একদিন আগে ফের ইউ টার্ন পাকিস্তানের (Pakistan)। কয়েকদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন যে দরবার সাহিব গুরুদ্বারে আসা (Gurdwara Darbar Sahib) ভারতীয় তীর্থযাত্রীদের থেকে করতারপুর করিডর (Kartarpur Corridor) উদ্বোধনের দিন ও গুরু নানকজি-র জন্মদিনে কোনও ফি নেওয়া হবে না। আজ সেই ঘোষণা ১৮০ ডিগ্রি ঘুরে গেল। সূত্রের খবর, করতারপুর করিডর দিয়ে পাকিস্তানগামী ভারতীয় তীর্থযাত্রীদের থেকে ২০ ডলার চার্জ নেবে তারা। বৃহস্পতিবারও এই বিষয়ে আগে নেওয়া আরেকটি সিদ্ধান্ত নিয়ে ইউ টার্ন নেয় পাকিস্তান। ইমরান জানিয়েছিলেন ভারতীয় তীর্থযাত্রীদের পাসপোর্ট লাগবে না। বৈধ পরিচয়পত্র থাকলেই চলবে। যদিও গতকাল সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ ঘাফুর (Major General Asif Ghafoor) বলেছেন, ভারতীয় শিখ তীর্থযাত্রীদের করতারপুর করিডর ব্যবহারের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে। শনিবার উদ্বোধন হবে করতারপুর করিডরের।

করতারপুর গুরুদ্বার সাহিব (Photo Credits: Twitter, @ImranKhanPTI)

নতুন দিল্লি, ৮ নভেম্বর: উদ্বোধনের একদিন আগে ফের ইউ টার্ন পাকিস্তানের (Pakistan)। কয়েকদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন যে দরবার সাহিব গুরুদ্বারে আসা (Gurdwara Darbar Sahib) ভারতীয় তীর্থযাত্রীদের থেকে করতারপুর করিডর (Kartarpur Corridor) উদ্বোধনের দিন ও গুরু নানকজি-র জন্মদিনে কোনও ফি নেওয়া হবে না। আজ সেই ঘোষণা ১৮০ ডিগ্রি ঘুরে গেল। সূত্রের খবর, করতারপুর করিডর দিয়ে পাকিস্তানগামী ভারতীয় তীর্থযাত্রীদের থেকে ২০ ডলার চার্জ নেবে তারা। বৃহস্পতিবারও এই বিষয়ে আগে নেওয়া আরেকটি সিদ্ধান্ত নিয়ে ইউ টার্ন নেয় পাকিস্তান। ইমরান জানিয়েছিলেন ভারতীয় তীর্থযাত্রীদের পাসপোর্ট লাগবে না। বৈধ পরিচয়পত্র থাকলেই চলবে। যদিও গতকাল সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ ঘাফুর (Major General Asif Ghafoor) বলেছেন, ভারতীয় শিখ তীর্থযাত্রীদের করতারপুর করিডর ব্যবহারের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে। শনিবার উদ্বোধন হবে করতারপুর করিডরের।

১ নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেছিলেন যে দরবার সাহেব গুরুদ্বার পরিদর্শনে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য তাঁর সরকার দুটি প্রয়োজনীয়তায় ছাড় দিচ্ছে। ইমরান খান জানিয়েছিলেন যে ভারতীয় শিখ তীর্থযাত্রীদের পাসপোর্ট আনতে হবে না। শুধু বৈধ পরিচয়পত্র থাকলেই চলবে। এছাড়া তাঁদের ১০ দিন আগে নাম নথিভুক্ত করারও দরকার নেই। করিডরের উদ্বোধনের দিন ও গুরু নানকজি-র (Guru Nanak Dev) ৫৫০তম জন্মবার্ষকীতে তাঁদের কোনও ফি দিতে হবে না। এদিকে বৃহস্পতিবার সেনার তরফে এই ঘোষণায় ধোঁয়াশা জারি হল। কারণ দেশের প্রধানমন্ত্রী এককথা বলছেন, আরেক কথা বলছেন সেনাবাহিনীর মুখপাত্র। আর অন্য আধিকারিকরা একথা বলছেন। আরও পড়ুন: Uttar Pradesh Shocker: কলকাতার রবিনসন স্ট্রিট এবার অযোধ্যায়, মা ও দিদির মৃতদেহের সঙ্গে দুমাস ধরে থাকছেন তরুণী

১২ নভেম্বর গুরু নানকজি-র (Guru Nanak Dev) ৫৫০তম জন্মবার্ষকী। তার আগে ৯ নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের দিকের করতারপুর করিডর উদ্বোধন করবেন। করিডর নিয়ে ভারত ও পাকিস্তান গত সপ্তাহেই চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে গুরুদ্বার দরবার সাহেব যেখানে গুরু নানক তাঁর জীবনের শেষ ১৮ বছর অতিবাহিত করেছিলেন, সেখানে প্রতিদিন ৫ হাজার ভারতীয় তীর্থযাত্রী যেতে পারবে। শিখ তীর্থযাত্রীদের প্রথম দলের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, অভিনেতা-রাজনীতিবিদ সানি দেওল, এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী এবং হরসিমরত কৌর বাদল। বৃহস্পতিবার কংগ্রেস বিধায়ক নভজোৎ সিং সিধুকেও গুরুদ্বার দরবার সাহিব পরিদর্শন করার জন্য রাজনৈতিক ছাড়পত্র দিয়েছে বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত করতারপুরে শনিবারের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৫৫০ সদস্যর প্রতিনিধিদলের একটি তালিকা পাঠিয়েছে।