Parliament Security Breach: সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ফের বাংলা যোগ! হালিশহরের ছাত্রীর পর স্ক্যানারে হাওড়ার যুবক
সংসদে নিরাপত্তা লঙ্ঘনের () ঘটনার মাস্টারমাইন্ড ললিতা ঝা ()-র সঙ্গে কলকাতার একটি স্বনামধন্য কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের বাসিন্দা নীলাক্কা আইচের যোগাযোগ থাকার খবর পাওয়া গেছিল।
কলকাতা: সংসদে নিরাপত্তা লঙ্ঘনের (Parliament security breach) ঘটনার মাস্টারমাইন্ড ললিতা ঝা (Lalit Jha)-র সঙ্গে কলকাতার একটি স্বনামধন্য কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের বাসিন্দা নীলাক্কা আইচের যোগাযোগ থাকার খবর পাওয়া গেছিল। এবার খোঁজ মিলল আরেকজনের (Bengal-connection)। ললিত ঝা আড়াল থেকে সক্রিয় এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পাওয়া গেল যেখানে সদস্য রয়েছেন হাওড়ার এক বাসিন্দা। দিল্লি পুলিশের (Delhi Police) তরফে এই বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে জানা যাচ্ছে হাওড়ার জেলার ওই বাসিন্দার নাম সায়ন পাল। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম সাম্যবাদী সুভাষ সভা। আরও পড়ুন: MGNREGA: মোদি-মমতার বৈঠকের দিনই কলকাতায় মনরেগায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিজেপির
বিষয়টি নিয়ে শোরগোল হতেই মুখ খুলেছেন সায়ন। এপ্রসঙ্গে জানান, যেহেতু তিনি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন নিয়ে গবেষণা করতে আগ্রহী ছিলেন, তাই তিনি এই দলের সদস্য হয়েছিলেন। বলেন, এটি একটি ৫০০ জন সদস্যের দল। এটা দুর্ভাগ্যজনক যে এই গ্রুপের একজন সদস্য সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মতো এমন একটি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, যার জন্য গ্রুপের অন্য নিরপরাধ সদস্যরাও একই রকম সমস্যায় পড়ছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, যে ঝা যখন খুব কমই গ্রুপে যোগাযোগ করতেন, তার প্রধান কাজ ছিল সমমনা যুবকদের যোগ করা। ইতিমধ্যেই, এনজিওটি তার সম্ভাব্য মাওবাদী লিঙ্কগুলির জন্য তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারের আওতায় এসেছে। তারা পুরুলিয়ার টুনটুরি জেলায় একটি বিনামূল্যে কোচিং সেন্টার চালায়, যা একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল। এটা জানার পরেই তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: West Bengal : মুম্বইগামী ট্রেনে বিচ্ছিন্ন দুটি বগি, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা