NEET Results 2020: NEET-র ফলাফলে কোনও ভুল নেই, ভুয়ো খবর প্রচারকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ন্যাশনাল টেস্ট এজেন্সি

কারসাজি করা ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এবার এফআইআর দায়ের করতে চলেছে ন্যাশনাল টেস্ট এজেন্সি (NTA)। NEET 2020-র পরীক্ষার্থী মৃদুল রাওয়াতে প্রাপ্ত নম্বর আসে ৩২৯। এরপরেই এনটিএ-র ফলাফলকে চ্যালেঞ্জ জানায় ওই পড়ুয়া। পরে ওই পড়ুয়ার দাবি একটি ভুয়ো ইমেল তার কাছে আসে। তাতে দাবি করা হয় সে নাকি সর্বভারতীয় স্তরে তফশিলি উপজাতিদের মধ্যে প্রথম হয়েছে, তার প্রাপ্ত নম্বর ৬৫০। ইতিমধ্য়েই সেই খবর সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সর্বভারতীয় স্তরে তফশিলি উপজাতিদের মধ্যে প্রথম হয়েও কীকরে কোনও ছাত্র অকৃতকার্য হয়। যদিও ওই রিপোর্টকে ভিত্তিহীন বলেছে ন্যাশনাল টেস্ট এজেন্সি।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নতুন দিল্লি, ২১ অক্টোবর: কারসাজি করা ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এবার এফআইআর দায়ের করতে চলেছে ন্যাশনাল টেস্ট এজেন্সি (NTA)। NEET 2020-র পরীক্ষার্থী মৃদুল রাওয়াতে প্রাপ্ত নম্বর আসে ৩২৯। এরপরেই এনটিএ-র ফলাফলকে চ্যালেঞ্জ জানায় ওই পড়ুয়া। পরে ওই পড়ুয়ার দাবি একটি ভুয়ো ইমেল তার কাছে আসে। তাতে দাবি করা হয় সে নাকি সর্বভারতীয় স্তরে তফশিলি উপজাতিদের মধ্যে প্রথম হয়েছে, তার প্রাপ্ত নম্বর ৬৫০। ইতিমধ্য়েই সেই খবর সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সর্বভারতীয় স্তরে তফশিলি উপজাতিদের মধ্যে প্রথম হয়েও কীকরে কোনও ছাত্র অকৃতকার্য হয়। যদিও ওই রিপোর্টকে ভিত্তিহীন বলেছে ন্যাশনাল টেস্ট এজেন্সি।

এরপর এনটিএ-র তরফে এক সরকারি বিবৃতিতে জানানো হয় যে NEET 2020-র ভুয়ো এবং ত্রুটিপূর্ণ ফল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিছু সংবাদ মাধ্যমও সেই খবর করেছে। এই ঘটনা মর্মান্তিক যে কিছু অসাধু সংস্থার দাবি এনটিএ নাকি ভুল ফল প্রকাশ করেছে। সরকারি বিবৃতিতে এনটিএ-র তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, NEET 2020-র পরীক্ষার্থীদের যে ফলাফল ন্য়াশনাল টেস্ট এজেন্সি ঘোষণা করেছে তার পুরোটাই সঠিক। যারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুল ফলাফলকে ঠিক বলে চালানোর চেষ্টা করছে। এবং কৃত্রিম ফলাফল প্রকাশ করে এনটিএ-কে বিপদে ফেলার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেইসব পরীক্ষার্থীদের ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। আরও পড়ুন-COVID-19 Vaccine In India: ভারতে প্রথম পর্যায়ে করোনা যোদ্ধা চিকিৎসক-সহ মোট ৩ কোটি জনগণকে দেওয়া হবে করোনার প্রতিষেধক

যদি কোনও মেজিক্যাল কলেজ আলাদাভাবে পরীক্ষা নিয়ে অ্যাডমিশনের কথা বলে দয়া করে সেই ফাঁদে পা দেবেন না। এই মর্মে পড়ুয়া ও অভিভাবকদের সতর্ক করেছে এনটিএ। এনটিএ-র দেওয়া ফলাফলই সর্বোচ্চ তা বদল করে কৃত্রিম কিছু বানিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া সংস্থাগুলির বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর পড়ুয়ার বাবা-মায়ের সতর্ক হোন, এমন কোনও প্রলোভনে পা দেওয়ার অর্থ বেআইনি কাজে মদত দেওয়া।