West Bengal Shocker: ভাটপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত ৭ বছরের নাবালক, জখম ২
রেললাইনে পরে থাকা বোমা বিস্ফোরণের (Bomb exploded) ফলে মৃত্যু হল ৭ বছরের এক নাবালকের। জখম হয়েছে আরও দুজন।
কাঁকিনাড়া: রেললাইনে পরে থাকা বোমা বিস্ফোরণের (Bomb exploded) ফলে মৃত্যু হল ৭ বছরের এক নাবালকের। জখম হয়েছে আরও দুজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর ২৪ পরগনার (North 24 parganas) কাঁকিনাড়া (Kakinara) ও জগদ্দল (Jagaddal) স্টেশনের মাঝে অবস্থিত ভাটপাড়ায় (Bhatpara)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনের মাঝে ভাটপাড়া এলাকার রেললাইনের (Railway tracks) উপর একটি প্যাকেট নিয়ে খেলছিল সাত বছরের ওই নাবালক ও তার দুই বন্ধু। আচমকা প্যাকেটটি ফেটে দুর্ঘটনাটি ঘটে যায়।
এপ্রসঙ্গে স্থানীয় এক পুলিশ আধিকারিক জানান, দুষ্কৃতীরা ওই বোমার প্যাকেটটি রেললাইনের পাশে রেখে গিয়েছিল। নাবালক ও তার বন্ধুরা সেটাকে বল ভেবে নিয়ে খেলার সময় দুর্ঘটনাটি ঘটে। তিনজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। বোমার ওই প্যাকেটটি রেললাইনের ধারে কে বা কারা রাখল তা খোঁজ করা হচ্ছে।