West Bengal Cattle Smuggling Scam: আসানসোল জেলে গিয়ে অনুব্রতকে জেরা সিবিআইয়ের
শনিবার আসানসোল জেলে গিয়ে গোরু পাচার মামলার বিষয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করল সিবিআইয়ের তদন্তকারী দল। কোটি কোটি টাকার এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেল খাটছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
আসানসোল: শনিবার আসানসোল জেলে (Asansol Jail) গিয়ে গোরু পাচার (cattle smuggling) মামলার বিষয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেরা করল সিবিআইয়ের (Central Bureau of Investigation) তদন্তকারী দল। কোটি কোটি টাকার (Multi-crore) এই দুর্নীতির (scam) সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেল খাটছেন বীরভূমের (Birbhum) তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা সভাপতি (district president) অনুব্রত মণ্ডল। শনিবার এই দুর্নীতিতে আরও কারা জড়িয়ে আছে তা ছাড়াও একাধিক বিষয়ে শাসকদলের ওই বাহুবলী (strongman) নেতাকে জেরা করা হয়েছে বলে সূত্রের খবর।
গত অগাস্ট মাসের ১১ তারিখ গোরু পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বীরভূমের ওই বাহুবলী তৃণমূল নেতাকে তাঁর বোলপুরের (Bolpur) বাড়ি থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারপর থেকে পশ্চিম বর্ধমানের আসানসোল জেলেই ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের।
সম্প্রতি এই মামলায় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে নতুন একটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল গোরু পাচারের ফলে সরাসরি লাভবান হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে। এর স্বপক্ষে চার্জশিটের সঙ্গে অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের প্রচুর সম্পত্তির বিস্তারিত তথ্যও দিয়েছে তদন্তকারী সংস্থা।
গত বুধবারই দিল্লিতে তলব করে গোরু পাচার মামলার বিষয়ে অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডলকে ৯ ঘণ্টা জেরা করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। বিভিন্ন বিষয়ে জেরা করার সঙ্গে সঙ্গে পুরো ব্যাপারটাই রেকর্ড করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।