Jharkhand Election 2024: আলাদাভাবে লড়লেও হেমন্ত সোরেনকেই মুখ্যমন্ত্রী হিসেবে চায় আরজেডি, মন্তব্য মনোজ ঝা-এর

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে বেসুরো লালুর দল। গত শনিবার আসন সমঝোতার ঘোষণা করার পর থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন আরজেডি সাংসদ মনোজ ঝা।

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে বেসুরো লালুর দল। গত শনিবার আসন সমঝোতার ঘোষণা করার পর থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন (Rashtriya Janata Dal) সাংসদ মনোজ ঝা (Manoj Kumar Jha)। ৮১টি আসনের মধ্যে ৭০টি আসনে লড়বে জেএমএম ও কংগ্রেস। বাকি আসনগুলির আরজেডি ও বাম সংগঠনগুলির মধ্যে ভাগ করে নেওয়ার বার্তা দেন হেমন্ত সোরেন। এই নিয়ে তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকও হয় ঝাড়খণ্ডের আরজেডি নেতৃত্বের। তারপরেই শোনা যাচ্ছে বেশ কয়েকটি আসনে এককভাবে লড়বে রাষ্ট্রীয় জনতা দল। তবে এককভাবে লড়লেও বিজেপিকে হারিয়ে হেমন্তকেই (Hemant Soren) মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে তেজস্বী-মনোজরা।

রবিবার দলীয় মুখপাত্র তথা সাংসদ মনোজ ঝা বলেন, ১২-১৩টি সিট গ্রহণযোগ্য নয়। আমরা কমপক্ষে ১৮-২০টি আসনে লড়ে জেতার ক্ষমতা রাখি। বিগত কয়েক বছরে আমাদের নেতাকর্মীরা এই আসনগুলিতে খেঁটেছে। আমরা আশা করছি যে এই আসনগুলিতে দাঁড়ালে আমরা জিতব। তাই আমরা কয়েকটি আসনে এককভাবে লড়ার কথা ভাবনাচিন্তা করছি। আমরা কখনই দাবি করিনি যে সব আসনে আমরা লড়ব। এককভাবে লড়লেও আমরা মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেনকেই আগামীদিনে দেখতে চাই, এই নিয়ে কোনও দ্বিমত নেই। আমরা নৌকা ডুবতে দেব না।

মনোজ আরও বলেন, এককভাবে আমরা লড়লেও ৬০-৬২ সিটে জোটসঙ্গীর নেতাদের পুরোপুরি সমর্থন করব। আমাদের ৮১ সিটেই চাদর পুরোপুরি ছড়ানোর মানসিকতা আমাদের নেই। কিন্তু যেখানে যেখানে আমরা ১৪ ও ১৯-এর নির্বাচনে দ্বিতীয় হিসেবে থেকেছি এবং যেখানে ইদানিং কালে জনসমর্থন আমাদের প্রতি বেড়েছে, সেখানে আমরা প্রার্থী দেব। আজ রাতের মধ্যেই এই নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রার্থীতালিকা ঘোষণা করে দেওয়া হবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now