West Bengal Panchayat Poll 2023: 'পশ্চিমবঙ্গে সবকিছু ঠিক আছে', ভিডিয়োতে দেখুন আরও কী বললেন কুণাল ঘোষ

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে হিংসা শুরু হয়েছে। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত হিংসার বলি হয়েছে ১৫ জন। মৃতদের দলে সব রাজনৈতিক পার্টিরই লোক আছে। আর সবক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে শাসক ও বিরোধীরা।

Photo Credits: ANI

নন্দীগ্রাম: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (West Bengal Panchayat Election 2023)  দিনক্ষণ ঘোষণার পর থেকে হিংসা (violence) শুরু হয়েছে। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত হিংসার বলি হয়েছে ১৫ জন। মৃতদের দলে সব রাজনৈতিক পার্টিরই লোক আছে। আর সবক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে শাসক ও বিরোধীরা।

বুধবার নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত নির্বাচনে সেই অর্থে কোনও হিংসার ঘটনাই ঘটেনি বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (TMC West Bengal General Secretary Kunal Ghosh)। এপ্রসঙ্গে বলেন, "রাজ্যে মোট ৭৩ হাজার বুথ আছে। আর সেগুলি সব শান্তিপূর্ণই (peacefully) আছে। তবে ছ-সাতটি বুথে কংগ্রেস (Congress), সিপিএম (CPI(M)) ও বিজেপি ( BJP) হিংসা তৈরি করছে কারণ তারা আদালতে (court) যেতে চায় এবং রাজ্যপালের (governor) সঙ্গে রাজনীতি (politics) করতে চায়। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত (politically motivated)। পশ্চিমবঙ্গে সবকিছু ঠিক আছে।" আরও পড়ুন: Peace And Harmony Committee: রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কমিটি গঠন রাজ্যপালের, দায়িত্বে প্রাক্তন প্রধান বিচারপতি