RSS on OTT Platform Contents: ওটিটি প্লাটফর্মের কনটেন্ট শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, জরুরি আইন আনার প্রয়োজন রয়েছে, দাবি আরএসএসের

ওটিটি প্লাটফর্মের কনটেন্ট নিয়ে বরাবরই আপত্তি ছিল আরএসএসের। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ছবি বা সিরিজের বিরোধীতা করে এসেছে এই হিন্দু সংগঠন।

Mirzapur season 3

ওটিটি প্লাটফর্মের কনটেন্ট নিয়ে বরাবরই আপত্তি ছিল আরএসএসের (Rashtriya Swayamsevak Sangh)। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ছবি বা সিরিজের বিরোধীতা করে এসেছে এই হিন্দু সংগঠন। এমনকী শুধুমাত্র অশ্লীল দৃশ্য নিয়ে নয়, রাজনৈতিক অর্থাৎ আরএসএস মতাদর্শ বা বিজেপি বিরোধী কোনও সিরিজ বা সিরিজ রিলিজ হলেই তার বিরোধীতা করে এসেেছে এরা। বছর তিনেক আগে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব ওয়েব সিরিজ এর জলন্ত উদাহরণ। ফলে আরএসএস চাইছে এই ওয়েব সিরিজের মাপকাঠি বিচার করতে কড়া আইন নিয়ে আসুক কেন্দ্র। আর সেইজন্য দশেরা উৎসবের আবহে এই ইস্যু নিয়ে ফের কড়া মনোভাব প্রকাশ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।

শনিবার এক্স হ্যাণ্ডেলে টুইট করল আরএসএস। সেখানে তাঁদের দাবি, ওটিটি প্লাটফর্মগুলিতে যা দেখানো হচ্ছে, সেগুলির ওপর খুব কম নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ নেই বললেই চলে। আর সেই কারণেই অশ্লীলতার চুড়ান্ত সীমায় চলে যাচ্ছে একাধিক ওয়েব সিরিজ। এতটাই জঘন্য হচ্ছে যে সেগুলির নাম নেওয়া শালীনতা লঙ্ঘনের সমান। বিকৃত ভিস্যুয়াল কনটেন্ট হওয়ার পর সেগুলি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এবং শিশুদেরও তার  নজর এড়াচ্ছে না। ফলে এগুলি নিয়ন্ত্রণ করার জন্য অবিলম্বে কোনও আইন আনা প্রয়োজন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now