TCS: অফিস কর্মীদের জন্যে পোশাক বিধি বেধে দিল টিসিএস

কর্মচারীদের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফুলহাতা শার্ট সঙ্গে ট্রাউজার পরতে হবে। শার্ট যেন ট্রাউজারে গোঁজা থাকে, টিসিএস (TCS) নিজের কর্মীদের সেই নির্দেশ দিয়েছে।

Photo Credits: FB

করোনা অতিমারি(Covid Pandemic) সময়ে বিশ্বজুড়ে প্রায় সমস্ত বেসরকারি সংস্থার একমাত্র ভরসা হয়ে উঠেছিল ওয়ার্ক ফর্ম হোম বা বাড়ি থেকে কাজ (Work From Home)। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতে ধীরে ধীরে অফিসমুখী হয়েছেন কর্মীরা। কিন্তু অতিমারি পরবর্তী সময়েও টিসিএস, অ্যামাজনের মত বহু সংস্থান রয়েছে যারা ওয়ার্ক ফর্ম চালিয়ে গিয়েছে। তবে এবার কর্মীদের পুরোদস্তুর অফিসে এনে কাজ করাতে চাইছে টাটা কনসালটেন্সি সার্ভিস (Tata Consultancy Services) বা টিসিএস। সেই লক্ষ্যে কর্মচারীদের জন্যে আলাদা করে ড্রেস কোড বা পোশাক বিধির ভাবনা চিন্তা শুরু করেছে সংস্থা।

কর্মচারীদের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফুলহাতা শার্ট সঙ্গে ট্রাউজার পরতে হবে। শার্ট যেন ট্রাউজারে গোঁজা থাকে, টিসিএস (TCS) নিজের কর্মীদের সেই নির্দেশ দিয়েছে। তবে ওয়ার্ক ফর্ম পুরোপুরি বন্ধ হচ্ছে না। দায়িত্ব এবং পদ নির্বিশেষে কর্মীদের অফিস এবং বাড়ি দুই মাধ্যমেই কাজের সুযোগ করে দিচ্ছে সংস্থা। গতকালই কাজ দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগে টিসিএসের ১৬ জন কর্মীকে বরখাস্ত করার খবর সামনে এসেছে। সব মিলিয়ে ১৯ জনের বিরুদ্ধে টাকা নিয়ে কর্মী নিয়োগ বা কাজ দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই টিসিএস (TCS) এনিয়ে তদন্তে নামে। ১৯ জন অভিযুক্তের মধ্যে ১৬ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বাকি তিনজনকে দায়িত্ব থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এরই মাঝে নতুন সুখবর দিল টাটা কনসালটেন্সি সার্ভিস (Tata Consultancy Services)। টিসিএস জানিয়েছে, চলতি অর্থবর্ষে ৪০,০০০ ফ্রেশার নিয়োগ করবে সংস্থা।