TCS Employee Salary and Transfer Issue: কর্মীদের জোর করে বদলি, বেতন আটকে দেওয়া, TCS-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
নোটিশ ছাড়াই শত শত কর্মচারীকে 'জোর করে বদলি' করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে টিসিএস-এর বিরুদ্ধে। শুধু তাই নয়, বহু কর্মীই এই সিদ্ধান্তের বিরোধিতা করে সংস্থার নীতিকে মান্যতা না দেওয়ায় ৯০০ জন কর্মীর বেতন আটকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
TCS Employee Salary and Transfer Issue: ভারতীয় আইটি জায়েন্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (Tata Consultancy Services) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল সংস্থারই কর্মচারীরা। সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে টিসিএস-এর (TCS) একাধিক শাখা। যুক্ত রয়েছেন হাজার হাজার কর্মচারী। সদ্য পর্যাপ্ত নোটিশ ছাড়াই শত শত কর্মচারীকে 'জোর করে বদলি' করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে টিসিএস-এর বিরুদ্ধে।
এই মর্মে মহারাষ্ট্র সরকারের শ্রম মন্ত্রক টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে (Tata Consultancy Services) একটি নোটিশ পাঠিয়ে কারণ জানতে চেয়েছে। জানা যাচ্ছে, ২ হাজার কর্মীকে বিভিন্ন শহরে বদলি করেছে TCS। আইটি কর্মচারীদের সংগঠন ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট-এর (NITES) পক্ষ থেকে সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। কর্মচারীদের ইচ্ছা অনিচ্ছা না জানতে চেয়ে, উপযুক্ত সময়ে না দিয়েই দেশ জুড়ে টিসিএস-এর বিভিন্ন শাখায় ওই ২,০০০ কর্মীকে বদলি করে দেওয়া হয়েছে। যার ফলে একাধিক সমস্যার মুখে পড়ে হয়েছে বদলি হওয়া TCS কর্মীদের।
শুধু তাই নয়, মাত্র ১৪ দিনের মধ্যে বদলির জন্যে বাধ্য করায় বহু কর্মীই এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। সংস্থার নীতিকে মান্যতা না দেওয়ায় ৯০০ জন কর্মীর বেতন আটকে দিয়েছে বলেও টিসিএস-এর (TCS) বিরুদ্ধে অভিযোগ তুলেছে আইটি কর্মী সংগঠন।