Swati Maliwal: রাজ্যসভার মনোনয়ন পেতেই দিল্লি মহিলা কমিশন থেকে পদত্যাগ চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের, চোখের জলে বিদায় সহকর্মীদের
আজ শুক্রবারই আপ-এর তরফে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে প্রথমবার রাজ্যসভার সাংসদ পদের মনোনয়ন পত্র দেওয়ার ঘোষণা করা হয়েছে।
নয়া দিল্লি, ৫ জানুয়ারিঃ দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন থেকে এবার সংসদে যাচ্ছেন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। রাজ্যসভার সাংসদ হিসাবে তাঁকে মনোনীত করেছে আপ (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। যা নিঃসন্দেহে আম আদমি পার্টির বড় চমক বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আজ শুক্রবারই আপ-এর তরফে দিল্লি মহিলা কমিশনের (Delhi Commission for Women) চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে প্রথমবার রাজ্যসভার সাংসদ পদের মনোনয়ন পত্র দেওয়ার ঘোষণা করা হয়েছে। সঙ্গে জেলবন্দী সঞ্জয় সিংহ এবং এনডি গুপ্তকেও দ্বিতীয়বার রাজ্যসভায় মনোনিত করল আপ (AAP)। এদিনই দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে পদত্যাগ করলেন স্বাতী (Swati Maliwal)। নিজের পুরনো কর্মসংস্থান এবং সহকর্মীদের চোখের জলে বিদায় জানাতে দেখা গেল তাঁকে।
স্বাতীর বিদায় বেলায় চোখে জল সকল সহকর্মীদের...
২০১৫ সালে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন ( Delhi Commission for Women Chief Swati Maliwal) হিসাবে নিযুক্ত হন স্বাতী মালিওয়াল। সেই থেকেই মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা, অধিকার রক্ষায় বড় ভূমিকা পালন করেছেন স্বাতী। তাঁর মত একজনকে রাজ্যসভায় পাঠিয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (Arvind Kejriwal) বাজিমাত করলেন বলে অনেকেই মনে করছেন।