Srinagar Landslide: তুষারপাতের সঙ্গে অবিরাম বৃষ্টি, শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে ভূমিধস, ব্যহত যান চলাচল

সপ্তাহের প্রথম দিনেই ভূমিধসের কারণে জাতীয় সড়কে যান চলাচল ব্যবহত হওয়ায় ভোগান্তিতে পর্যটক ও নিত্য যাত্রীরা।

Landslide in Jammu Srinagar Highway (Photo Credits: IANS)

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) তুষারপাতের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টি। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে (Srinagar-Jammu National Highway) অবিরাম বৃষ্টির জেরে আচমকা ভূমিধস। বনিহাল এলাকায় ভূমিধসের ফলে বন্ধ করতে হয়েছে রাস্তা। সপ্তাহের প্রথম দিনেই ভূমিধসের কারণে জাতীয় সড়কে যান চলাচল ব্যবহত হওয়ায় ভোগান্তিতে পর্যটক ও নিত্য যাত্রীরা।

দেখুন টুইট...