Road Accident: ওড়িশার সম্বলপুরে গরু বোঝাই ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু

সম্বলপুর জেলায় একটি গবাদি পশু বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

Cattle-laden truck overturned at Katapali Chowk (Photo Credit: PTI)

ওড়িশার সম্বলপুরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আজ ভোর রাতে সম্বলপুর জেলায় একটি গবাদি পশু বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সূত্রের খবর, গতকাল রাতে বুর্লা পুলিশ সীমানার অধীনে কাটাপালি চক (Katapali Chowk in Sambalpur) -এ একটি গরু বোঝাই ট্রাক পার্ক করে ট্র্যাকটিতে থাকা ব্যক্তিরা রাতের খাবার খাচ্ছিলেন, সে সময় বারগড় থেকে সম্বলপুর যাওয়ার পথে একটি ট্রাক ওই পার্ক করা ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা মারে। ফলে গরু বোঝাই ট্রাকটি উল্টে যায় এবং ওই চার জন ব্যক্তি ট্র্যাকের নিচে চাপা পড়ে।  স্থানীয় সূত্রে খবর, ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। গুরুতর আহত চতুর্থ ব্যক্তিকে বুরলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দেখুন

ঘটনাটি ঘটেছে ২৭ নম্বর জাতীয় সড়কের কাটাপালি চকে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।